বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। ট্রাফিক ।। মাখনলাল প্রধান

 

ট্রাফিক 

 মাখনলাল প্রধান


হঠাৎ ট্রাফিক পুলিশ আমাকে বাধা দিল এবং দিক নির্দেশ করল ।
আমি তার দিকে তাকালাম এবং সে আবার একই ভঙ্গিতে নির্দেশিকা জারি রাখল ।
আমি বললাম - আমার পথ আপনার নির্দেশে তৈরি হয়নি ।
ট্রাফিক পুলিশ কর্কশ কণ্ঠে বলল - পৃথিবীর সব পথকে নিরাপদ রাখাই আমার কাজ ।
- আপনি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন । যেটা অগণতান্ত্রিক এবং অমার্জনীয় অপরাধ ।
ট্রাফিক পুলিশ সমানভাবে সওয়াল করে গেল - পোশাকের নীচে সকলেই উলঙ্গ ।
আমি বিরক্ত হয়ে উল্টো পথ ধ‍রি ।
ট্রাফিক পুলিশ আমাকে লক্ষ্য সান্ত্বনা দেয় - আপনার না যাওয়ার স্বাধীনতা আছে ।  কিন্তু আমি আমার কাজে দায়বদ্ধ ।
====================

Makhanlal pradhan
Sukantapally, bora
Kol- 700154

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.