আজ স্বপ্নে দারুণ অন্তরঙ্গভাবে তোমায় পেলাম। দীর্ঘ নমাস তেরো দিনের বিচ্ছেদ দুখকে ক্ষণিকের আশ্লেষে ভরে দিলে!! কী অসম্ভব সুখানুভূতি... আমার পুরো অনুভব জুড়ে শুধু তুমি।।
সেই ফিসফিসে কথা, ফিনফিনে স্পর্শ, প্রৌঢ়ত্বের আলিঙ্গন --যাতে নেই দুরন্ত পাগলামি, নেই জোরালো আবেদন, তীব্রতা। শুধু পেলব স্পর্শে অনুভূতির আদানপ্রদান।
কথোপকথনে ছিল না চিরতরে না ফেরার দেশে থাকার গল্প। যেন মান, অভিমানে দূরত্ব শুধুমাত্র। তুমি আশ্বাস দিলে এভাবে আমাকে একা করে কখনো যেতে পারো না তুমি। কী পরম পাওয়া!!!!!! কী পরম শান্তি!!!
মাগরিবের আজানে ঘুম ভাঙলো সহসা। ভেঙে দিলে সব ভরসা। ভিজে চোখে দেখলাম দিকময় গোধূলির আলো,,,,,
ফিরে গেলাম অতীতে। এমনই এক গোধূলিবেলায়, যুগলে শেষ চলা "বিদ্যাধরীর" চরায় ।।সেদিন রবির অস্তরাগের লালে মেঘেদের অদ্ভুত গতিবিধি-- মেঘ যেন নেমে এসেছিলো নদীর কিনারে কিনারে। আমার পরনে মেটে লাল, তোমার সাদা। হাওয়ায় আমার অবিন্যস্ত, কপাল ঢাকা চুল।
তবে কি সেদিনই মেঘেদের ওই সমৃদ্ধ,গভীর, লাল রঙ আমাকে শেষবারের মতো রাঙিয়ে দিয়ে যেতে নেমেছিল!!!! আবেশে বিহবল আমি............
নিজেকে সামলে আবার ফিরলাম কঠিন বাস্তবে।
সতেজ হয়ে, আলগা প্রসাধনে, নতুন পোশাকে সাজলাম। চোখে কাজল দিলাম চোখের ভাষা ফেরাবো বলে, ঠোঁটে আলগা রঙ - দু কলি গাইবো বলে কিন্তু মেরুন লাল টিপটা পরতে পারলাম না জানো....। লাল তো আবেগ, স্নেহ আর রোমান্স -এ ভরা। তুমি বলতে তোমার যত ভালোলাগা ঘন হয় কপালের এলোথেলো চুল সরিয়ে ওই লাল টিপে। আর ওখান থেকেই তোমার শুরু। আজও বুক কেঁপে উঠলো দুরু দুরু!!!
তোমার ভাবনাতেই যেন ভরাতে পারি জীবনখাতার বাকি কোরা কাগজগুলো। জীবনবিমুখ না করে,জীবনমুখী কোরো তোমার "আমি " কে। হৃদয় -মনের গহীন কোণের বেদনা যেন প্রেরণা হয় আমার লেখনীর। তবে তোমাকে আমার অনুভবে পেতে হবে যে বার বার।।
তাই একটা কথা বলি ---- রাখবে তো??
আমার "সন্ধ্যাদীপের আগায় / গভীর রাতের জাগায় " আসবে গো আবার????
কথা দাও না একটি বার
......... …....................
বেকবাগান
কোলকাতা