বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।। তাজ্জব ব্যাপার ।। মনোরঞ্জন ঘোষাল


 

তাজ্জব ব্যাপার

মনোরঞ্জন ঘোষাল 

 

রোজ পুকুরে মাছকে খেতে দিয়ে জলে দাঁড়িয়ে দেখি ছোট বড় সব মাছগুলো কেমন গুলো গুলি করে খাবার খায় দেখতে বেশ মজা লাগে

হঠাৎ আজ দেখি অদ্ভুত এক প্রাণীর আগমন! শরীরটা অবিকল মানুষের মত তবে পাখনা লেজ মাছের মত! মাছের মত জলের তলায় সাঁতার কেটে বেড়াচ্ছে আর টাউন টাউন করে মাছ ধরে খাচ্ছে!

প্রথম দেখায় তেমন কিছু বুঝতে পারিনি দ্বিতীয় বার মনযোগ দিয়ে দেখে চক্ষু চড়কগাছ!ভয়ে তড়াক করে লাফিয়ে ডাঙায় উঠে পড়লাম

না জানি ভূত প্রেত ডান ডুকনী কী হবে! তালে পেলে আমাকে সাবাড় করবে সেটি যে কী তাই আজও আমি বুঝে উঠিনি তবে ভয়ে তার পর থেকে ঐ পুকুরে নামা আমি ছেড়ে দিয়েছি

 ===============

 

ঠিকানা

মনোরঞ্জন ঘোষাল

আত্মারামপুর

পশ্চিম রামেশ্বরপুর

বজ বজ

দক্ষিণ চব্বিশ পরগণা

পিন 700140

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.