বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

মুক্তগদ্য ।। "মা" একটি ব্রহ্মান্ডের ।। তীর্থঙ্কর সুমিত


"মা" একটি ব্রহ্মান্ডের নাম

তীর্থঙ্কর সুমিত




শব্দটা খুব ছোটো। কিন্তু বিশ্লেষণ টা সাতজন্ম লেগে গেলেও মনে হয় কিছুটা বাকি থেকে যায় । এই বাকির গর্বেই জন্ম হয় আরও একটা জন্ম। নদী, পাহাড়, মরুভূমি, জঙ্গল আর একান্তই কতগুলো ইচ্ছা। কতগুলো বলার অর্থ এই যে কতগুলো শব্দ আমি লিখছি। এর থেকে হাজারগুণ শব্দ আমার লেখা উচিত ছিল কিন্তু কোথায় যেন এক সমুদ্র ঢেউ। হারিয়ে যেতে যেতে মিশে গেছি জনতার ভিড়ে। অনন্ত আকাশের বুকে। কথার পাঁচিলে কথারা ক্রমশঃ সাজানো রয়েছে এক একটা গাঁথনি ইঁটের মত। তোমার মুখপানে যে পৃথিবীর রস সেটা কেবলমাত্র একটা নৌকা। হেলেদুলে আমাদের পাড় করে দেয়। জায়গার পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, সমুদ্রের পরিবর্তন। কিন্তু মাতৃত্বের কোনো পরিবর্তন হয়না।কথার সঙ্গে কথার পাহাড় জমতে জমতে কোথায় যেন হারিয়ে গেলাম। এক আকাশ স্বপ্নে পাখিরা উড়ে যাচ্ছে ব্রহ্মান্ডের দিকে। ওঁম শব্দের মত যে শব্দ কানে ভেসে আসছে তা হলো "মা"।এক বিপুল সমাগম উচ্চারণে উচ্চারণে জিভের আরস্টতা কাটছে, আমাদের সকলের। তাই যতবার উচ্চারণ হয় ততবারই যেন এক নতুন ভালোবাসা হাতছানি দিয়ে বলে "মা " এর কথা।
গোটা শহর কখন যেন নিমিষের মধ্যে ভালোবাসা উপেক্ষা করে বদলে যেতে পারে। বদলে যেতে পারে একটা আস্ত প্রণালীর ইতিকথা। দিনান্তের বয়স বাড়লে মুখের ছাপের পরিবর্তন হয়। নতজানু মস্তক ভালোবাসার উচ্চারণে বলে ওঠে "মা "।অজানা পৃথিবীর বুকে কারা যেন হেঁটে চলে যুগ থেকে যুগান্তর। কালজয়ী ভাবনার স্মৃতি মান্থনে উঠে আসে যত না বলা তথ্য। যেভাবে পথ বেঁকে গিয়ে সোজা চলে গেছে অবাধ্য প্রশ্নাতীতের ব্যাঞ্জনায়। মুহূর্তে কুড়িয়ে আনা রাগ অভিমানের ক্লেশ এখনও বন্দী ঘরে অপেক্ষারত। না জানার যত ইতিহাস মহাদেশ পাড়ি দিয়ে এখন ব্রহ্মান্ডের কাছে মাথা নত করে দাঁড়িয়ে। 

===============

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
পিন - ৭১২১৩৯



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.