বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটগল্প ।। আবেগের ২৫শে ডিসেম্বর ।। ঋতম পাল



 আবেগের ২৫শে ডিসেম্বর

 ঋতম পাল 


--"কইরে ছেলেটা, ওঠ ওঠ.........উঠে পড় তাড়াতাড়ি......"এই বলে রিভুর মা ডাকতে থাকে রিভুকে। 
মায়ের ডাকাডাকি শুনে এতক্ষণে ঘুম থেকে উঠলো বছর সাতেক এর ছেলে ছোট্টো রিভু। ঘুমচোখে চোখ রগড়াতে রগড়াতে রিভু বললো- "মা আজকে এতো তাড়াতাড়ি ডাকলে কেনো? আজ তো ২৫শে ডিসেম্বর।"
তার মা মুচকি হেসে বললো, "উঠে পড়, যাবিনা তো ঘুরতে চিড়িয়াখানায়?"
এই শুনে রিভু তাড়াতাড়ি করে উঠে যায়। 

    এরপর স্নান সেরে সুন্দর জামাকাপড় পড়ে তৈরি হয় রিভু। পরিবারের সবার সাথে ঘুরতে বেড়িয়ে রিভু শীতের সকালটাকে প্রাণভরে উপভোগ করে, শীতের দূষণমুক্ত তরতাজা বাতাসে রিভু প্রাণভরে শ্বাস নেয়, গাছে গাছে সুন্দর ফুল ফুটে থাকা, পরিযায়ী পাখিদের কুহু কুহু সুরে গান গাওয়া, খোলামাঠের সবুজ ঘাসের মধ্যে ছড়িয়ে থাকা শিশির প্রভৃতি রিভু প্রাণভরে উপভোগ করতে থাকে।

                 ডিসেম্বরের শীতের সকাল, তাই শহরজুড়ে ঠান্ডার মরশুমে রাস্তার ফুটপাতে থাকা রিভুর বয়সী অনেক ছোটোছোটো শিশুদের কষ্ট করে শীত সহ্য করতে হয়। শীতটা যেন তাদের কাছে একটা দুঃখের কাল, একটা অভিশাপ। চিড়িয়াখানা যাওয়ার পথে এসব দেখে রিভুর খুব কষ্ট হয়।

                এসব দেখে রিভুর মায়ের মনে পড়ে যে ঠিক গতকাল রাতে রিভু তাকে বলেছিলো---- --------"মা, কালতো ২৫শে ডিসেম্বর, ক্রিস্টমাস।"
তখন তার মা মুচকি হেসে বলেছিলো--------------"বুঝেছি তোর গিফ্ট চাই তাইতো?"
তখন ছোট্ট রিভু বলেছিলো যে -------" না আমার কিচ্ছু চাইনা, তবে আমার মতোই অনেক গডগিফ্টেড চাইল্ড আছে, যারা রাস্তায় থেকে শীতের এই ঠান্ডাতে কষ্ট পাচ্ছে, সান্তা ওদের কেনো গিফ্ট দেয়না মা?ওদের জন্য আমার খুব কষ্ট হয়, আমরা কী কিছু করতে পারিনা?"

রিভুর মুখে এরম কথা শুনে তার মা তার ছেলের সরল মনে মহৎ হৃদয়ের পরিচয় পায়, এবং তার চোখ ছলছল করে ওঠে আর তার ছেলের এরম মহৎ চিন্তাভাবনার জন্য সে গর্ববোধ করে রিভুর প্রতি।

                    তবে আজ যখন রিভু তাদেরকে দেখে কষ্ট পাচ্ছে, তখন তার মা রিভুর হাতে অনেকগুলো সোয়েটার দিয়ে বলে-----
------"যাও ওদেরকে গিয়ে দিয়ে এসো।"
এই দেখে রিভুর খারাপ মন ভালো হয়ে যায় এবং সে ওই পথশিশুদের সোয়েটার গুলো দিয়ে বলে------
-------"এই নাও তোমাদের জন্য সান্তা এই গিফ্টগুলো পাঠিয়েছে।"

           সোয়েটার গুলো পেয়ে ওই শিশুগুলোতো খুশি হয়েছেই, তার চেয়েও হাজারগুণ বেশি খুশি হয়েছে ছোট্টো রিভু। তার মা তার ছেলের এই আনন্দ দেখেই মনে মনে খুব শান্তি পাচ্ছেন এবং ভাবছেন তার ছেলে বড়োহয়ে এই সমাজের এক আদর্শ নাগরিক হয়ে উঠবে। 

                  রিভুর এই সরল মন এবং মহৎ কাজের মধ্যে দিয়ে মিষ্টি শীতের সকালের ২৫শে ডিসেম্বর হয়ে উঠেছে বেশ অন্যরকম, যেন এক "আবেগের ২৫শে ডিসেম্বর।"

======================
নাম:- ঋতম পাল
ঠিকানা:- ৫/২/ /১, কাশীপুর প্রাণনাথ চৌধুরী লেন
কলকাতা:-৭০০০০২
                    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.