মুক্ত গদ্য ।। প্রকৃতির ঋতুরাজ 'বসন্ত' ।। সঞ্জয় কুমার নন্দী
0
ডিসেম্বর ০১, ২০২৪
প্রকৃতির ঋতুরাজ 'বসন্ত'
সঞ্জয় কুমার নন্দী
বসন্তে আনে নিদারুণ শান্তি। আমাদের মনে আসে না কোন ক্লান্তি। অবশ্য যদি সুখের বাতায়ন খোলা থাকে আর তার মনমোহিনী বাতাস যদি লাগে আমাদের গায়ে, সারা হৃদয় জুড়ে শুধু শিহরণ অনুভব করতে পারে প্রতিটি জীবন। তখন সুখ এসে ধরা দেয় রক্তমাংসের লোহার পিঞ্জরে।
বারবার দোল দিতে আসে প্রতিবছর... দোল দিয়ে যায় ঋতুরাজ বসন্ত। চুম্বনের অঙ্গীকারবদ্ধ দুই ওষ্ঠ তো একবার না একবার উষ্ণ উত্তাপে উদ্ভাসিত হবেই কোমল পাতার মৃদু আন্দোলনের মতো।
উত্তপ্ত মাটিও কত জানা অজানা সুখ পেতে বসন্তকে তো একবার কেন কত বারের জন্য আঁকড়ে ধরে তার নবায়নের আলোতে। কেন জানিনা কোন সঞ্জীবনী সুধা আমাদের সবাইয়ের প্রাণে আশা-ভরা নয়নে তাকায় আমরা অনুভব করতে পারি। ফিরে ফিরে আসা ওই বসন্তকে আলিঙ্গন করে ধরে রাখার জন্য—, অপূর্ব সুখ পেতে পাখির মত উড়তে থাকি, ফুলের মত সুবাস ছড়াতে থাকি।
বসন্তে অপূর্ব সুখ পেতে কখনও মানব জীবন জ্বালা-যন্ত্রণাময় মোহময়ী মহীয়সী মানবীয়র মত আমাদের সমস্ত দুঃখের শক্তিকে দোলে পিষে ঝরঝর করে দেয় ভেবে পাই না কেমন করে কিভাবে! বারবার প্রার্থনা করি বসন্তের ওই উজ্জ্বল সূর্যালোক থেকে একটু অপূর্ব সুখ একটু শান্তি দিয়ে দেবে আমাদের জন্য!
পলাশ শিমুলের লাল রক্তিমা আলাদা অনুভূতি জায়গায়। যা আজও প্রকৃতি দান করে চলেছে আমাদের জন্য। রামধনু রঙের মতো হোলির রঙ আমাদের জীবনে এক বিশাল জায়গা করে নিয়েছে এমনকি সারা বিশ্বে। বসন্ত আসে কজন তাকে ভালোবাসে। আমরা যেমন তার জন্য সেও তেমনি আমাদের জন্য। এসো সবাই মিলে বসন্তকে রাঙাই রঙে।
অবশ্য তার লালন পালনে আমরা কৃতজ্ঞতা জানাই সামাজিক উৎপীড়ন ও মানসিক উৎপীড়ন থেকে মুক্ত করতেই তো প্রসন্ন হাসিতে উদয় হয় কঠিন অথচ কোমল— রূঢ় অথচ শ্যামল বসন্ত! কিন্তু আমরা একটু ভুল করি, সে যেমন ভাবেই আসুক না কেন তাকে ঠিকমত গ্রহণ করাই তো এই মানব জীবনের অপূর্ব সুখ। কারণ, এই মানব জীবনে বসন্ত তো বারবার একই জায়গায় আঘাত দেয় না আর আঘাত দেয় না বলেই তো সেই সময়টা স্মৃতির রোমন্থনে ছবির মত ধরে রাখতে হবে মনের মানবিক আয়নায়...
তখনই তো গ্রহণ করা যায় সেই অপূর্ব সুখ আর শান্তি যেটাকে ঘিরে রয়েছে এক বিরাট চক্র দীর্ঘস্থায়ী অথচ ক্ষণস্থায়ী আশা-নিরাশার দোলায় দোদুল্যমান অপূর্ব 'বসন্ত'।
_________________________________________________
তারিখ - ২৬/১১/২০২৪
Address:-
Name - Sanjoy Kumar Nandi
Village - South sura
Post office - Chakdighi
District - Purba Bardhaman
Pin code number 713404
West Bengal
India