অণুগল্প ।। ডানা মেলে উড়া ।। পাভেল আমান
0
জানুয়ারী ০১, ২০২৫
চিত্রঋণ - ইন্টারনেট
ডানা মেলে উড়া
পাভেল আমান
ছোট থেকেই শফির ইচ্ছে পাখি যেমন ডানা মেলে আকাশে উড়ে যেখানে খুশি সেখানে আপন ছন্দে ভালোলাগার উদ্দীপনায় উড়ে বেড়ায় ঠিক তেমনি সে যেন তার পাখির ডানা লাগিয়ে নীল আকাশের দূর বহুদূরে উড়ে যেতে চায়। পাখির ডানার সঙ্গে তার একরাশ কল্পনা আগামীর ভাবনা ও পরিকল্পনা যেন ওতপ্রুত ভাবে জড়িয়ে ছিল। মাঝে মাঝেই অবচেতনের দরজা খুলে সেই ডানা মেলে পাখি হয়ে উড়ে যেত জমে থাকা আকাঙ্ক্ষা প্রত্যাশা গুলোকে মেলে ধরতে।দূর আকাশে সে একটি বাড়ি বানাতে চায় যেখানে তার স্বপ্ন ভাবনা চাওয়া পাওয়া গুলো বিকশিত হবে। বাড়ির একঘেয়েমির জীবন থেকে সে মুক্ত মনে হাসি আনন্দে খেলাতে মেতে উঠবে এক অজানা অচেনা পরিবেশের আকাশ বাড়িতে। আকাশে উড়ে বেড়ানোর পর ক্লান্ত হলে সে একটু জিরিয়ে নেবে তার স্বপ্নের আকাশ বাড়িতে।মাঝে মাঝেই সুফির অবচেতন মননে চাগিয়ে ওঠে নীল আকাশে মেঘের দেশে খেয়াল খুশিতে উড়ে বেড়াতে। দ্বিতীয় শ্রেণীর পাঠরত শফি তার আব্বুকে প্রতিনিয়ত একটি প্রশ্ন করে-" তুমি আমাকে পাখির মতো দুটো ডানায় এনে দাও তাহলে আমি ইচ্ছে পূরণে জাহাজের মত এদিক সেদিক যেখানে খুশি প্রাণ ভরে উড়ে বেড়াবো। আমার যে খুব উড়তে ইচ্ছে করে আব্বু।" ছোট্ট শিশুর সুকোমলমতি মননটাকে স্নেহ আদরে যার ইচ্ছা করে তার আব্বু প্রত্যুত্তরে জানাই-" বাবা তুমি একদিন বড় হয়ে ভালোভাবে পড়াশোনা করে উড়োজাহাজে চড়ে নিশ্চিতভাবে এদেশ সে দেশ বিদেশ ঘুরে তোমার মনস্কামনা পূর্ণ করবে।" তার বাবার কথাতে শফি যেন তার প্রশ্নের সঠিক উত্তরটা উপলব্ধ করতে পারল না। সেই একই কথার পুনরাবৃত্তি শুধুমাত্র পড়াশোনা লেখাপড়া স্কুলে যাওয়া খাতাতে হোম টাস্ক করা রুটিন মাফিক অনুশীলন করা। শফি চেয়েছিল তার ইচ্ছে পূরণে তার আব্বু পাখির দুটো ডানা এনে তার শরীরে জুড়ে দিলেই সে হয়তো সত্যিকার পাখি হয়ে আকাশে উড়তে পারবে।যেমন করে ঘুড়ি আকাশে উড়ে লাটাইয়ের সাহায্যে ঠিক সেভাবেই সে চেয়েছিল শুধুমাত্র দুটি ডানা যা তাকে তার মর্জি মাফিক আকাশ ভ্রমণে সাহায্য করবে। দিনকে দিন শফি শুধুই একলা মনে ভাবতে থাকে কেন আব্বু আমাকে পাখিদের দুটো ডানা দিচ্ছে না? জানা অজানা আর এই পৃথিবীতে কত কিছুই রয়েছে দেখার কত দেশ কত প্রান্তর কত মানুষ কত বন জঙ্গল কত পাহাড় সাগর নদ নদী। মননে নিরন্তর উৎসাহ উচ্ছাস উদ্দীপনাকে সাঙ্গ করে শফি দিন গুজরাতে থাকে ডানা মেলে আকাশে ওড়ার সেখানেই তার অফুরন্ত ভালোলাগা স্বপ্ন পূরণ।তবুও শফি নাছোড়বান্দার মত লেগে আছে তার স্বপ্নচারিতার ইচ্ছা পূরণে আকাশ বেড়ানোর শেষে আকাশ বাড়িতে বিশ্রাম নেওয়ার আকাঙ্খায়। হয়তো এভাবেই সে একদিন ইচ্ছে ডানাই ভর করে পাখি হয়ে ঘুরে বেড়াবে উড়োজাহাজে চেপে।
=======================
রচনা- পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ