গল্প ।। উৎসব ।। আরতি মিত্র
0
জানুয়ারী ০১, ২০২৫
উৎসব
আরতি মিত্র
ছেলেকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে সোনাইয়ের মা বললেন, " কি ভাবছিস সোনা ?"
সোনাই মাকে বললো "পুজো তো চলেই এলো মা কিন্তু ---"
মা বললেন , "কিন্তু কি সোনা ?"
এভাবে দুজনের কথোপকথন চলতেই লাগলো; ছেলে বললো, "বাবার কারখানা তো বন্ধ "
মা বললেন, "আসল কথাটা বলবি ?
- আমার অনেক কাজ রয়েছে ,আমি যাই "
সোনাই অনুনয় ,বিনয় করে মাকে বললো, "আর একটু থাকো না মা "
উত্তরে মা বললেন, " কিছুই তো বলছিস না বাবা, শুধু শুধু আমার সময় নষ্ট করছিস"
মাকে বললো, " তুমি রাগ করবে না বলো "
- "না রে বাবা না , এবারে বলবি না চলে যাবো"
মায়ের পেছনে ছুটতে ছুটতে বললো ," না না মা বলছি বলছি , রূপক বলছিল, 'তোর বাবার কারখানা তো বন্ধ , তোর তো তাহলে পুজোর জামা হবেই না ,'
তখন আমি বললাম,ঠিক বলেছিস রূপক, কি আর করা যাবে। এবার পুরোনো জামা দিয়েই কাজ চালিয়ে নেব।
- তুই ভাবিস না বন্ধু ,কিন্তু ও কি বললো জানো মা ,"
"কি বললো ?"
"বললো, 'তুই তো আমার বন্ধু ,তোর নতুন জামা না হলে আমার খুব কষ্ট হবে রে , একটা কাজ করি সোনাই , আমার তো অনেক গুলো জামা হয়েছে
আমরা মিলে মিশে ওই গুলো দিয়েই দুজনে এবার পুজো দেখবো ;'
সোনাই মাকে জিজ্ঞেস করলো, "মা , এটা করা কি ঠিক হবে ? আর তাছাড়া তোমাদেরও তো কোন নতুন কিছুই কেনা হয়নি , আমি একা একা নতুন পোশাক পরবো আর তোমরা --এটা আমি পারবো না মা ,রূপক অবশ্য খুবই দুঃখ পাবে,তা হোক ওকে আমি বুঝিয়ে বলবো ; আর তাছাড়া অপরের কাছ থেকে কিছু না নেওয়াই উচিত কাজ হবে ।
তোমরা যখন দিতে পারবে তখনই না হয় পরবো " সোনাইয়ের মায়ের মনে মনে খুবই কষ্ট হলো
কিন্তু কি করবে , এদিকে ওর বাবা একটা দোকানে কাজ জোগাড় করলেন , বাবার মনে তখন খুবই আনন্দ হলো ,ভাবলেন, এবারে ছেলেকে পুজোর জামা কিনে দিতে পারবেন ।কাজের শেষে বাড়ি ফিরে এসে খবরটা দিতেই সবাই দারুণ খুশী , সোনাই এক ছুটে রূপকের কাছে গিয়ে সব কিছু বললো , দুই বন্ধুর মনও খুশীতে ভরে গেল ,
এবার শুধুই অপেক্ষা , দুই বন্ধু ঠিক করলো যাদের একদম কিছুই নেই ওরা দুজনে মিলে ওদের কিছু কিছু দিয়ে ওদের মুখে হাসি ফোটাবে,
রূপককে বললো, " আনন্দ তো সবার জন্য তাই না বন্ধু ,ওরা যদি মনে কষ্ট নিয়ে থাকে তবে আমরা কি করে আনন্দ করবো ?"
নিজের মনেই সোনাই বলতে লাগলো, "উৎসব যে সবার জন্য,
আমার অন্য বন্ধুদের যদি নতুন জামা না হয়, তাহলে আমাদের আনন্দ তো সবই মিথ্যে হয়ে যাবে,
তাই , সবাই মিলেমিশে সব জামা ভাগাভাগি করে নেবো,ওহ্, তখন আমাদের চারিদিকে খুশীর বন্যা বয়ে যাবে।"
=======================
Arati Mitra.
267/3 Nayabad. Garia.
Kol. 700094