
ভালোবাসা
সুমিতা চৌধুরী
১ম পর্ব
জেঠুকে খুব ক্রিটিকাল অবস্থায় অন্য হাসপাতালে ট্রান্সফার করেছে বিক্রম। আজ রাতটা হাসপাতালেই থাকতে হবে তাকে। ডাক্তাররা ছত্রিশ ঘন্টার আগে কিছুই বলতে পারবেন না বলেছেন।
বিক্রম জেঠুর খুব আদরের ছোট্টবেলা থেকেই। তাই সেই জেঠুর এমন অসহায় অবস্থাটা সহ্য করতে পারছে না সে।
সে নিজেও ডাক্তার। তাই জানে এই সময় ডাক্তাররাও কতোটা অসহায় হয়, সব চেষ্টার পরেও উপরওয়ালার ভরসাতেই যেন থাকেন।
হঠাৎই এইসব ভাবনার মাঝেই সুনেত্রার মুখটা ভেসে উঠল বিক্রমের মনে। মনে হলো সব সমস্যার সমাধান ওর কাছেই আছে। ফোনটা বার করে হোয়াটসঅ্যাপে অন হলো। সুনেত্রা অনলাইন। টাইপ করতে গিয়েও থমকে গেল। সুনেত্রাই তো টাইপ করছে.....
পর্ব ২
বিক্রমের জেঠুর শারীরিক অসুস্থতার খবর জানার পর থেকে সুনেত্রার মন কেন জানি একেবারেই ভালো থাকছে না। এদিকে বেশী দিনের আলাপ তো নয়। তাও সাধারণ এবং দরকারি কথাবার্তার মাধ্যমেই। বিক্রম পরিচিত ডাক্তার হিসেবেই বলা ভালো। অথচ প্রতি একদিন অন্তর সুনেত্রা মেসেজ করে খবর নিতে বিক্রমের জেঠুর। সেই একদিনটাও যেন কাটতে চায় না।
সুনেত্রা নিজেকে আজকেও বোঝাচ্ছিল, পরিচিত কারোর এরকম খবর শুনলে খারাপ লাগাটাই স্বাভাবিক আর সৌজন্য থেকে খবর নেওয়াটাও। কিন্তু মনটা এতো উচাটন হয় কেন?
এসব ভাবনার মাঝেই আজ যেন সে নিজের অজান্তেই হোয়াটসঅ্যাপে মেসেজ টাইপ করতে লাগল.....
৩য় পর্ব
সুনেত্রা: কেমন আছেন আজ জেঠু?
খুব দুশ্চিন্তা হচ্ছে....
জানি ব্যস্ত...
সময় পেলে জানাবেন kindly
বিক্রম: (মুহূর্তের মধ্যেই) ভালো নেই একেবারেই
ট্রান্সফার করতে হলো বি এম বিড়লা
কেন জানি আপনার কথাই খুব মনে হচ্ছিল...
একটু প্রার্থনা করবেন জেঠুর জন্য
৪র্থ পর্ব
একই শহরের দুই প্রান্তে রাত জাগছে বিক্রম আর সুনেত্রা। কি অদ্ভুতভাবে একে অপরের কথা ভেবেই আনমনে। যেন একাত্মতায় লীন হয়ে আছে মন, পথের দূরত্ব অতিক্রম করেই।
বিক্রম নিজেকেই প্রশ্ন করে, "এরকমটা কেন?"
ঠিক তখনই সুনেত্রাও নিজেকে প্রশ্ন করে, "এসবের কারণ কি?"
দুজনের প্রশ্নই যেন ভাসিয়ে নিয়ে চলে নিস্তব্ধ রাতের গভীরতার কাছে। নিশ্চুপ রাত চুপিসারে দুজনকেই বলে যায় একটিই উত্তর, "ভালোবাসা"।
----------------------------------------
Sumita Choudhury
Liluah, Howrah