Click the image to explore all Offers

গল্প ।। পলাশের খোঁজে ।। অঙ্কিতা পাল (বিশ্বাস)

 


 

পলাশের খোঁজে

 অঙ্কিতা পাল (বিশ্বাস)



বসন্ত মানেই ভালোলাগা, ভালোলাগা থেকেই কখন যে প্রেমের শুরু হয়..........
বসন্ত কালে গাছে গাছে সবুজ নবীন পাতা তার সাথে কতো রকমারি ফুলের রাশি - পলাশ, শিমুল, অশোক, কৃষ্ণচূড়া আরো কত কি!

আমি বসন্তের লাল পলাশ ফুলকে মনের মনিকোঠায় যেন কিছুক্ষণের জন্য ধরে রেখেছিলাম গতবারে বিজ্ঞান নগরীতে ঘুরতে গিয়ে।
সে এবারেও বিলম্ব না করেই আমাকে টেনে নিয়ে গেলো তার কাছে।।
সারা বছরের খারাপ স্মৃতি, দুঃখ, বেদনা, রাগ, অভিমান, অপমান যেন এক নিমিষেই বিলীন হয়ে গেলো তার স্পর্শে।
আমি যে কখন তার মোহে আচ্ছন্ন হয়ে পরলাম জানি না, দুজনে হাত ধরাধরি করে তার সাথে অনেক ছবি তুললাম;  আবার মাটিতে পরে থাকা লাল পলাশ রাশিকে  কুড়িয়ে  বাড়ি নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাকে চেপে রাখতে পারলাম না।
এবার আর কেউ না আমরা দুজনেই.....................

লাল দিগন্তে মায়াময় রবির আলো রক্তিম ও পলাশের রং কে যেন দক্ষিণা বাতাসে মাতাল করে দিয়েছিলো।। গত ১৫ ই মার্চ আমরা অপরাহ্ন বেলায় বসলাম সুরের  তালে তরঙ্গায়িত জল তরঙ্গের পাশে, বললাম অনেক কথা চললাম গোলাপ  বাগিচা  সরু পথে.....................

গোলাপী করবী ফুলের দল মাথা নেড়ে নির্দেশ দিলো - ঐ যে দেখা যায় কমলের জলাধার, কোমর দুলিয়ে সারি সারি শ্যামলী পত্র বৃন্দ আসন পেতে দিলো।।
বসি তার সাথে সাঁঝের আকাশে যখন পাখিরা বাসায় ফেরে। রংবেরঙের বাহারি পিটুনিয়া যখন পাঁপড়ি মেলে ধরে; তখন সাদার অপরূপ রূপ ভারী চমৎকার লাগছিলো সেদিনের স্নিগ্ধ আলোক রেখায়।। বেগুনি ডালিয়াখানি, ছোট ছোট নাম না জানা গোলাপি,  হলুদ,  লাল ফুলেরা ও তার সাথে বাগান বিলাসের সমাহার যেন ফাগুন রঙে সেজেছিলো...........

=======================

ভাঙ্গড়,  দক্ষিণ চব্বিশ পরগনা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.