Click the image to explore all Offers

গল্প ।। ট্রেনের কামরায় ।। মানস কুমার সেনগুপ্ত

 

ট্রেনের কামরায় 

 মানস কুমার সেনগুপ্ত



ট্রেনের  কামরায়  দূর  বা নিকট যাত্রায় কত আনন্দময় স্মৃতি জড়িয়ে থাকে। আবার বেদনাদায়ক স্মৃতি অনেকেই বহন করে চলেন  আজীবন, এমন ঘটনাও কিছু থাকেই। 
সস্ত্রীক তামিলনাড়ু ভ্রমণে গিয়ে, রামেশ্বরম থেকে মাদুরাই ঘন্টা চারেকের ট্রেন যাত্রায় অসংরক্ষিত কামরায় কোনক্রমে একটু বসবার জায়গা পেয়েছিলাম সামরিক বিভাগে চাকুরীরত এক ভদ্রলোক এবং তার পরিবারের বদান্যতায়। অন্ধ্র প্রদেশ প্রবাসী কিছু সরল গ্রাম্য সহযাত্রী  এসে গেলেন আশেপাশে। তাঁরাও সব চলেছেন মাদুরাই মন্দির দর্শনে। আমরা কষ্টেসৃষ্টে দু -একজনকে একটু বসবার জায়গা করে দিতে পারলেও, অধিকাংশই হাসিমুখে বসে পড়লেন কামরার মেঝেতে। এরপর শুরু হল আমাদের কাছে দুর্বোধ্য তেলেগু ভাষায় তাদের সমবেত সঙ্গীত। ওনাদের মধ্যে একজন বর্ষীয়ান মানুষ  গানের মূল কন্ঠে ছিলেন। বাকি কয়েকজন গলা মেলাচ্ছেন। শুনে মনে হচ্ছিল লোকসুর আর ভক্তিগীতির সংমিশ্রণ। বেশ ভালো লাগছিল। গানের সুর আর ছন্দ যে  ভাষার সীমা অতিক্রম করে এক অন্যরকম অনুভুতির জগতে পৌঁছে দেয়, সেকথা আবার নতুন করে বুঝেছিলাম।কোথা থেকে যে চারটি ঘন্টা অতিক্রান্ত  হয়ে গেল , বুঝতেই পারলাম না। ট্রেন থেকে মাদুরাই নেমে দলটি ভীড়ে অদৃশ্য হয়ে গেল। আমরাও রওনা দিলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। 

======================== 

 মানস কুমার সেনগুপ্ত, 
১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম, কলকাতা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.