Click the image to explore all Offers

অণুগল্পঃ আমার ভগবান ।। শৌনক ঠাকুর

          

ছবিঋণ  - ইন্টারনেট 

     

আমার ভগবান

                  

শৌনক ঠাকুর


                  


বাচ্চাটিকে ভিক্ষা করতে দেখে লোকটা থেমে গেল। অফিস টাইম। জমজমাট স্টেশন। চারিদিকে চূড়ান্ত ব্যস্ততা। মুখ থেকে আধপোড়া বিড়িটা ফেলে পা দিয়ে ঘসে দিল। তারপর লোকটি ছেলেটির কাছে গেল। ভালো করে দেখল। তারপর প্রশ্ন করল , "এ বয়সে এসব কেন?"

ছেলেটি তাকাল। চোখে বিস্ময়। কপালে ভাঁজ। নিচুস্বরে বলল —"মায়ের রোগ হয়েছে। বিছানা থেকে উঠতে পারছে না। ভিক্ষাও বন্ধ। খাব কী?" 

লোকটি একটু ভাবল। তারপর থলি থেকে দু'শো টাকার নোট ছেলেটিকে দিল। 


জোর হাত করে ছেলেটি বলল , "তুমি ভগবান। আমার গনেশ।"

----"না না আমি কেউ নয়" লোকটি কানে হাত দিয়ে বলল। 

ছেলেটি প্রণাম করে বলল ,"না না। তুমিই আমার ঠাকুর। গনেশ সেজে আমাকে সাহায্য করতে এসেছ।"

—-"না না আমি তো…." 

—-"ছদ্মবেশ? তাই তো?" লোকটির কথা শেষ না হতেই ছেলেটি সহাস্যে বলল।


লোকটি একটু থামল। তারপর ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ,"আমি গনেশ সেজে তোমার মতই ভিক্ষা করছি।" আমি আর পাঁচটা লোকের মত মানুষ।"

ছেলেটি একটু ভাবল। তারপর মাথা নাড়তে নাড়তে বলল , "না। না। হতেই পারে না। এখানে তো কত মানুষ আছে তাহলে তুমি এত টাকা দিলে কেন? তুমিই আমার গণেশ। আমার ভগবান।"


       -----------------------------------

শৌনক ঠাকুর 

গ্রাম + পোঃ - দক্ষিণখন্ড 

থানা - সালার 

জেলা - মুর্শিদাবাদ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.