Click the image to explore all Offers

রম্যরচনা ।। ভাই বোনের আকচা-আকচি ।। আজিজ উন নেসা

 

ছবিঋণ  - ইন্টারনেট 

 

ভাই বোনের আকচা-আকচি

আজিজ উন নেসা 


 স্বর্গলোকে লক্ষ্মী আর গণেশের মধ্যে এক প্রবল বাকবিতণ্ডা। আকাশে কান পাতলেই শোনা যাচ্ছে...
লক্ষ্মী: দাদা, তুমি তো ব্যবসা-বাণিজ্য ধন- সম্পদের দেবতা। মর্তলোকের অধিবাসীরা প্রাণ ভ'রে তোমার পুজো করে। বড় বড় হাতে লাড্ডু দেয় তোমার বড় বড় মূর্তি তৈরি হয়, খুব ধুম্ ধাম্! আর আমাকে দ্যাখো.... আমার বেলায় একটা ছোট্ট মূর্তি,,, আমি কী তোমার মত পুজো পেতে পারি না? আমিও তো ধন সম্পদের দেবী....
গণেশ: আরে বোকা, তুই যদি শুধু ঘরটুকু নিয়েই পড়ে থাকিস কী করে তুই আমার মত বড় বড়পুজো পাবি? ঘরের বাইরেরটাও চেয়ে দ্যাখ্।
লক্ষ্মী: তা কী তুমি দেখতে পাচ্ছ না? রক্তকে জল করে, মানুষের কষ্ট করে ফলানো ধান, রাতের বেলা ইঁদুররা সব গোছা গোছা চুরি করে নিয়ে যেয়ে গর্তের মধ্যে লুকিয়ে রেখে নিজের সম্পদ বাড়ায় আর আমি, মানুষের মহামূল্যবান সম্পদ, এই ধানকে ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য, পেঁচাকে আমার বাহন করেছি, আর তুমি সেই ইঁদুরকে রাতের বেলা ছেড়ে দিচ্ছ মানুষের সম্পদ খেয়ে নেওয়ার জন্য। বাহ্ .. দাদা, বাহ্!
 গণেশ: দ্যাখ লক্ষ্মী, একটু চতুর হতে হবে,, না তো পুজো পাবি না। ইঁদুরেরও তো সম্পদের দরকার, তবে তো ইঁদুরও তোর পূজো করবে। মানুষের একটু সম্পদ কমলে সে তোর আরো বেশি করে পুজো করবে... একটু ভেবেচিন্তে তোকে পুজোটা বের করে আনতে হবে..
লক্ষ্মী: দাদা একেই বলে ব্যাটা ছেলের বুদ্ধি!
 
===================================


আজিজ উন নেসা 
সার্কাস রেঞ্জ, বেক বাগান, 
কোলকাতা-১৯ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.