আঠারোর দোষ
উদয় নারায়ণ বাগ
সেদিন ওই "তারা" বিষন্ন হয়ে কইল!
ওহে আকাশ দাদা জল দাও না কেন পৃথিবীর বুকে?
আকাশ বললো করুণ সুরে - বয়স হয়েছে রানি, আঠারো তক দিয়েছি, পিঁপড়েরাও হাবুডুবু খেতো জলে!
"তারা" বললো- তা হলে কী হবে দাদা?
আঠারোতেই বুড়ো!
ওদিকে ধরণি সুন্দরী তো জল না পেয়ে অস্থির, রাতের পর রাত ব্যাকুল হয়ে দিন কাটাছে।
দেহের জ্বালা সহ্য করতে না পেরে বুক চাপড়ে মরছে।
আকাশ বললো- আমার কী দোষ বলো?
চেয়ে দেখো -মৌমাছিরাও নিজে নিজের দেহ খেয়ে খেয়ে আজ ক্লান্ত,ওই যে তুমি বললে "আঠারোর দোষ আঠারোর আগেই শেষ "
ভালো লাগে না জান তো!কেন যে জোয়ার-ভাটা আসে দেহে?
কেন যে "আঠারো" আসে মনে?
যদি না আসতো-তা হলে হয়তো জল দিতে পারতাম তাদের, পিপাসা মিটাতে পারতাম ওই ধরণি সুন্দরীর!
চির-সুখি হত পিপাসীরা!!
=======================
ঠিকানা -
উদয় নারায়ণ বাগ
গ্রাম নোয়াডিহি
পোস্ট রাঙ্গা
থানা হিড়বাঁধ
জেলা বাঁকুড়া
To Know More Deals & Offers : CLICK HERE