রিভিউ ।। পত্রিকা : অ-আ-ই-ঈ ।। আলোচনা : গোবিন্দ মোদক
পত্রিকা: অ-আ-ই-ঈ
পত্রিকা পর্যালোচনা: গোবিন্দ মোদক
অ-আ-ই-ঈ বিজ্ঞাপন-বর্জিত চতুর্মাসিক বিশুদ্ধ একটি সাহিত্য পত্রিকা যেটি অসংখ্য কবি-লেখক-সাহিত্যিকের সৃজনশীল লেখা নিয়ে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়ে চলেছে নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে। বর্ষীয়ান সম্পাদক রবীন্দ্রকুমার হালদারের সুযোগ্য সম্পাদনায় সম্প্রতি প্রকাশিত হয়েছে অ-আ-ই-ঈ সাহিত্য পত্রিকার ষষ্ঠ বর্ষের চতুর্দশতম সংখ্যা: এপ্রিল-২০২৫। মাননীয় সম্পাদক মহাশয়ের ভদ্রাসনে (বাবা লোকনাথ মন্দির সংলগ্ন বসতবাটিতে) অত্যন্ত ঘরোয়া পরিবেশে সমাগত স্থানীয় এবং বহিরাগত কবি-লেখক-সাহিত্যিকের উপস্থিতিতে পত্রিকাটি প্রকাশিত হয় ১৪ই এপ্রিল ২০২৫ তারিখে যে দিনটি ছিল বাবাসাহেব ড. ভীমরাও রামজী আম্বেদকরের ১৩৫-তম জন্মজয়ন্তী।
৬৮টি সুনির্বাচিত কবিতা নিয়ে সেজে উঠেছে অ-আ-ই-ঈ সাহিত্য পত্রিকার বর্তমান সংখ্যাটির অবয়ব যার অধিকাংশই বাবাসাহেব আম্বেদকরের জীবন-সংগ্রাম, কার্যকলাপ এবং অবদান আধারিত। বাবাসাহেব শুধু যে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, আইনবিদ, সমাজ সংস্কারক ছিলেন তাই নয়, বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি আজীবন তাঁর সংগ্রাম জারি রেখেছেন, নির্যাতিতদের পাশে থেকে তাদেরকে অভয় যুগিয়েছেন। আজীবন দলিত মানুষদের জন্য লড়াই করার পরেও তাঁর সবচেয়ে বড় অবদান তিনি ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি। আর বাবাসাহেবের এই অবদানগুলোই ছত্রেছত্রে ফুটে উঠেছে অ-আ-ই-ঈ পত্রিকার বর্তমান সংখ্যাটির অধিকাংশ কবিতায়।
সুশীল মণ্ডল (রাজপুর), প্রশান্ত মল্লিক (কৃষ্ণনগর), সুস্মিতা দেবনাথ (আগরতলা, ত্রিপুরা), রঞ্জনা বসু (বেথুয়াডহরি), অরূপ পোদ্দার (কৃষ্ণনগর), অর্পিতা ঘোষ পালিত (কলকাতা), রাজকুমার ব্যাধ (ভালুকা), শ্রীমন্ত দাস (খেজুরি, মেদিনীপুর), শ্যামল কুমার রায় (কৃষ্ণনগর), ফজলুর রহমান মণ্ডল (তেহট্ট), হরেন্দ্রনাথ গোস্বামী (পায়রাডাঙ্গা), অতনু রায় (ফুলিয়া), সেঁজুতি গোস্বামী (রানাঘাট), গৌতম সরকার (কলকাতা), ছোটন গুপ্ত (আসানসোল), রতন কুমার নাথ (কৃষ্ণনগর), বিনয় সরকার (তাহেরপুর), মৃত্যুঞ্জয় হালদার (গড়িয়া), তাপস সরকার (নিউ আলিপুর), ছায়া হালদার (গৌহাটি, আসাম), সুচরিতা চক্রবর্তী (কলকাতা), বিকাশ সরকার (কৃষ্ণনগর), দীপঙ্কর দাস (কৃষ্ণনগর), কৃষ্ণ চন্দ্র রায় (ভালুকা), বিকাশকলি পোল্যে (কলকাতা) প্রমুখ কবি তাঁদের বলিষ্ঠ কলমে ছন্দ-কবিতা এবং গদ্য-কবিতায় বাবাসাহেব আম্বেদকরকে জ্ঞাপন করেছেন বিনম্র শ্রদ্ধা। পাশাপাশি তাঁদের কলমে উঠে এসেছে বাবাসাহেবের জীবন ও সুবিশাল কাজকর্মের তথা অবদানের অনেকানেক অনুচ্চারিত অধ্যায়।
কবি দেবব্রত ভট্টাচার্য্য (রানাঘাট), শর্মিষ্ঠা আচার্য্য (কৃষ্ণনগর), নিখিল চন্দ্র বিশ্বাস (কৃষ্ণনগর), কনকাংশু চক্রবর্তী (কৃষ্ণনগর), গোপা দেবনাথ (বীরনগর), মৌসুমী বিশ্বাস মণ্ডল (ইটাবেড়িয়া), মহুল মৈত্র (কলকাতা), সৌমেন মুখার্জী (রানাঘাট), পরেশ চন্দ্র রায় (কৃষ্ণনগর), মিষ্টু কুণ্ডু (কৃষ্ণনগর), অচিন্ত্য সাহা (কৃষ্ণনগর), কাজল ভাদুড়ী (কৃষ্ণনগর), রসুল বিশ্বাস (গোপালপুরঘাট), দিলীপ জোয়ার্দ্দার (তাহেরপুর) প্রমুখের কলমে মূর্ত হয়ে উঠেছে ভারতের অন্যতম মুক্তি সূর্য বাবাসাহেব অম্বেদকরের অতিমানবিক অবদান। অনেক অজানা দিকের প্রতি আলোকপাত করে কবিরা জানিয়েছেন তাঁর প্রতি সময়োচিত শ্রদ্ধার্ঘ্য।
কবি লক্ষ্মণ কুণ্ডু (কৃষ্ণনগর), নৃসিংহ মজুমদার (কৃষ্ণনগর), বিশ্বজিৎ ঘোষ (কৃষ্ণনগর), কল্যাণী দেবনাথ (কানন) বীরনগর, স্বপন কুমার দত্ত (কৃষ্ণনগর), গৌরাঙ্গ মজুমদার (বীরনগর), গৌতম সমাজদার (কলকাতা), সৌম্যদীপ নাথ (বীরনগর), হারাধন ঘোষ (রাণাঘাট), অসীম সিনহা (কৃষ্ণনগর), বিজয় চক্রবর্তী (তাহেরপুর), রবিন কুমার দাস (হাওড়া), পঙ্কজ বিশ্বাস (তাহেরপুর), সুতপা দেবনাথ (রানাঘাট), জুড়ান চন্দ্র বাড়ৈ (কৃষ্ণনগর), স্মরজিৎ বিশ্বাস (কৃষ্ণনগর), রবীন্দ্রকুমার হালদার (কৃষ্ণনগর), গৌরী সাহা (কৃষ্ণনগর), সুকুমার বিশ্বাস (শ্রাবণী কুঞ্জ) চাকদহ, কাকলি বিশ্বাস (কৃষ্ণনগর), শঙ্কর ঘোষ (কৃষ্ণনগর), তপন কুমার দাস (গৌরাঙ্গ) কৃষ্ণনগর, নিমাই চাঁদ বিশ্বাস (কুষ্টিয়া), রাধেশ্যাম পাল (কৃষ্ণনগর), অশোক কুমার মজুমদার (কৃষ্ণনগর), অনঙ্গ মোহন নাথ (কৃষ্ণনগর), দিলীপ পাল (গাছা) প্রমুখের কবিতাগুলিতেও রয়েছে বলিষ্ঠ লেখনীর স্বাক্ষর যা নিজগুণেই সর্বস্তরের পাঠকের মন জয় করতে সক্ষম হবে।
পত্রিকাটির ভিন্নধর্মী প্রচ্ছদ, উৎকৃষ্ট কাগজ, ঝকঝকে অক্ষর-বিন্যাস ও ছাপা, বলিষ্ঠ সম্পাদকীয় কলম – প্রভৃতি কারণে সংখ্যাটি প্রকৃত অর্থেই একটি সংগ্রহযোগ্য সংখ্যা হয়ে উঠেছে যার জন্য অবশ্যই ধন্যবাদার্হ হবেন সম্পাদক রবীন্দ্রকুমার হালদার মহাশয়। সম্পূর্ণরূপে বিজ্ঞাপন-বর্জিত চতুর্মাসিক পত্রিকাটির পরবর্তী সংখ্যার জন্য তাকিয়ে থাকাই যায়।
(ষষ্ঠ বর্ষ চতুর্দশতম সংখ্যা; এপ্রিল-২০২৫)
(বি. আর. আম্বেদকর স্মরণ সংখ্যা)
সম্পাদক: রবীন্দ্রকুমার হালদার
সহযোগিতা মূল্য - ২৫ টাকা
___________________________
স্বরচিত মৌলিক অপ্রকাশিত রচনা।
প্রেরক: গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103