সাতটি বছর পরে
গোবিন্দ মোদক
সাত বছর হয়ে গেল মিতালীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে মানসের। মানস আজও বুঝতে পারেনি তার কোথায় অন্যায় ছিল! মিতালীকে আজও ভুলতে পারেনি মানস। তাই প্রতিবছর এই দিনটিতে সে এই শান্তিনিকেতনে আসে, আর বসে থাকে সেই গাছটির নিচে যেখানে প্রথম দেখা হয়েছিল মিতালীর সঙ্গে। বিয়ের পরও ঠিক এই দিনটিতে ওরা এখানে আসতো। তখন দিনগুলো কতো না রঙিন ছিল!
বেলা পড়ে আসছে। এরপর দেরি করলে আর ফেরবার বাস পাওয়া যাবে না। অন্যমনস্কভাবে উঠে দাঁড়ায় মানস। ঠিক তখনই একটা বিদ্যুতের চমক যেন! ওর সামনেই দাঁড়িয়ে আছে মিতালী, কোলে একটি বাচ্চা, মেয়েই মনে হচ্ছে। কিন্তু মিতালীর পাশে আর কাউকে দেখা যাচ্ছে না!
_______________________
প্রেরক: গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা
রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া।

