Click the image to explore all Offers

অণুগল্প।। হতবাক ।। সৌমিক ঘোষ


                           হতবাক

 

                          সৌমিক ঘোষ

 

  লকডাউনে সরকারী ফরমানে স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালানো বেশ চিন্তার । হেডমাস্টারমশাই মানববাবু ও হেডক্লার্ক অনাদিবাবু মাঝে মাঝে স্কুল খোলা রেখে ফুড প্যাকেট বিলি ব্যবস্থা , সারকুলার দেখা , বেতনের আবেদন জমা , লেশন-প্ল্যান , অনলাইন ক্লাসের তদারকী , প্রজেক্ট ও প্রশ্ন সরবরাহ , মাস্টারমশাই আর দিদিমণিদের স্কুলে আসাযাওয়া সবই দেখাশোনা করছিলেন । এরই মাঝে একদিন দুপুরে অনাদিবাবু বললেন – স্যার , নিউ অ্যাডমিশনটা খেয়াল রাখতে হবে । গত সেশনে ১০টা হয়েছিল । মানববাবু বলেন – হ্যাঁ , ঐ যেকোনো ক্লাসে যেকোনো সময়ে তো । এই কোভিড পরিস্থিতে ওটা নিয়ে ভাবনা নেই । আজ অ্যাকাউন্ট্স এর ফাইলটা দেখতে হবে । নিঃস্তব্ধতা ।শুধু ফ্যানের আওয়াজ ।

মানববাবু মনোযোগ দিয়ে মাথা নীচু করে মিড-ডে মিলের হিসাব দেখছিলেন । অনাদিবাবু

ডেলি-ভাউচার রেজিস্টার মেলাচ্ছিলেন ।

–'আসতে পারি' বলে একজন মহিলা অনুমতির তোয়াক্কা না করেই ঘরের মধ্যে ঢোকেন । সঙ্গে ১৪-১৫ বছরের ছেলে ।

অনাদিবাবু চমকে বলেন – আগে মাস্ক পরুন । তারপর অন্য কথা ।

মানববাবু বলেন – বসুন । কী দরকার ?

-নমস্কার। আমি কল্পনা রক্ষিত। ছেলেকে আপনার স্কুলে ভর্তি করাবো ।

–  ভালো কথা। পরশু অফিসে আসবেন , ওরা সব বলে দেবে ।

অনাদিবাবু বলেন – টাকা আর আগের স্কুলের কাগজপত্র নিয়ে আসবেন ।

-আমার স্যার একটু আপনার সঙ্গে দরকার । ও নাইনে ভর্তি হতে চায় ।

-ঠিক আছে । হয়ে যাবে ।

-আসলে সেভেন অব্দি পড়ে আর স্কুলে যায়নি । এখন এই লকডাউনে মোবাইল , ট্যাব ,

কম্পিউটার ,  অনলাইন ক্লাস , বাড়িতে পরীক্ষা ,  সাজেশন , কোশ্চেন , পরামর্শ দেখে ওর খুব  মাধ্যমিক দেবার শখ হয়েছে ।

সামনে বসা হেডক্লার্ক অনাদিবাবু বলেন – শখে পড়বে  । তা ভালো ।

মানববাবু হতবাক । হাতের পেনটা নামিয়ে রাখেন ।

 -----------

ছবি ঋণ- ইন্টারনেট 

 


                            

 লেখকের নাম - সৌমিক ঘোষ

৬৭/জি ; জি.টি.রোড (পশ্চিম)
শ্রীরাম পুর - ৭১২ ২০৩ , হুগলী .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.