বিকাশ বইমেলায় গিয়ে তার প্রিয় কবির কবিতার বইটা খুঁজছে। অনেকগুলো স্টল ঘুরে সে ক্লান্ত। তবুও সে বইটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কারণ তার প্রিয় কবির বই বলে কথা। ইতিমধ্যে কবি দেহ রেখেছেন। সেই বইটা তার কাছে ছিলো। কতবার যে সে বইটা পড়েছে তার ইয়াত্তা নেই। প্রতিটি কবিতার কোনো-না-কোনো লাইন তার মুখস্থ। দুর্ভাগ্যবশত সে বইটা খুঁজে পাচ্ছে না। কাউকে দিয়েছে না বইয়ের তাকের এত বইয়ের ভিতর কোথাও কি ঢুকে আছে, তা সে মনে করতে পারছে না। তাই সে আবার কিনতে চায়। ওটাই তার একমাত্র সম্বল নিজেকে বাঁচিয়ে রাখার। সে নিজে তো আর লিখতে পারে না। সে তার প্রিয় কবির কলমে বেঁচে থাকতে চায়। কিন্তু কীভাবে! প্রতি কবি সম্মেলনে বিকাশ সেই কবির বাড়িতে যেতো কবিতা শুনতে। সেই ফাঁকে ফাইফরমাশ খেটে দিতো। একদিন সেই কবি তার হাতে একটা বই ধরিয়ে বলেছিল, "নে, এটা তোর।" উৎসর্গের জায়গায় লেখাছিলো "বিকাশ তোকে!" এই তার সম্বল! শুধু অন্য লোকেদের কথাবার্তায় উৎসর্গে তার একটাই সংশয় জাগে আর সেটা হলো যে সেই কবি তাকে ভালোবেসে বইটা উৎসর্গ করেছিলো নাকি সে ফাইফরমাশ খাটতো বলে ...
--------------------
Address:-
Somnath Benia
148, Sarada Pally By Lane
(Near Sarada Bhavan)
P.O. + P.S. - Nimta
Dist. - North 24 - Parganas
Kolkata - 700 049.
Mob. 8697668875 (Call & Whatsapp)