Click the image to explore all Offers

অণুগল্প।।সিঁথির সিঁদুর ।। অসীম কুমার চট্টোপাধ্যায়




ছবিঋণ- ইন্টারনেট 

সিঁথির সিঁদুর

 

অসীম কুমার চট্টোপাধ্যায়


 

       আজ দোল পূর্ণিমা বাড়ির সবাই মেতেছে রং  খেলায় রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে প্রথম  আবীর  মাখানো হয় তাদের পায়ে এটাই এই বাড়ির সাবেকি রীতি একশো বছরের অধিক সময় ধরে একই নিয়ম চলে আসছে এরপর বাড়ির সবাই মিলে রং খেলা

      বৈঠকখানা ঘরের ইজিচেয়ারে বসে খোলা জানলা দিয়ে দেখছিলেন অশীতিপর বৃদ্ধ সোমদেব চক্রবর্তী এবার সবাই আসবে তাকে প্রণাম করতে বসন্তের দখিনা বাতাসে  চোখে মুখে আবেগের  পরশ ঘুম এসে যায় ঘুমিয়েই বোধ হয় পড়লেন এমন সময় দেখেন সামনে দিতি হাতে তার আবীরের  ঠোঙা একবার বাইরেটা ভালো করে দেখে দিতি ঢুকে পড়লো ঘরের ভেতরে

 সোমদেবের একদম কাছে এসে বলল , এই নাও লাল আবীর রাঙিয়ে দাও আমার সিঁথি

ভয়ে কাঁপতে কাঁপতে সোমদেব বলল , কেউ যদি দেখে ফেলে ?

এখানে কেউ নেই সবাই গেছে রাধা কৃষ্ণের মন্দিরে তাড়াতাড়ি কর

লাল আবীরে  দিতির সিঁথি রাঙিয়ে দিল সোমদেব

ঠিক সেই মুহূর্তে এসে হাজির সোমদেবের বড় বৌদি দিতির সিঁথিতে আবীর  দেখে ভাবলো সিঁদুর ছুটে  নেমে গেল নীচে   সবাই জেনে গেল দিতি আর সোমদেবের প্রেম কাহিনি জেঠিমা লাঠি হাতে তেড়ে এলেন দিতিকে মারতে

সোমদেব হাতজোড় করে বলল , ওকে মেরো না ওকে মেরো না

সোমদেবের  ছেলের বউ  জয়ন্তী শ্বশুরের জন্য গ্লাসে করে দুধ নিয়ে এসেছে দেখে ঘুমের মধ্যে শ্বশুর হাত জোড় করে বলছে , " ওকে মেরো না , ওকে মেরো না

বৌমার ডাকে ঘুম ভেঙে গেল সোমদেবের ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে বৌমার হাতে দুধের গ্লাস বৌমার পেছনের দেওয়ালে ঝোলানো তার স্বর্গবাসী স্ত্রী দিতির ফটো

 ---------------

ব্যারাকপুর

কলকাতা - ৭০০১২৩

যোগাযোগ৯০০৭১ ৩৬৩৮১                                                                                                                                                                                         


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.