Click the image to explore all Offers

গল্প ।। সিদ্ধান্ত ।। মল্লিকা ঘোষ


 



সিদ্ধান্ত - হ্যাঁ এটাই সব থেকে খারাপ একটা শব্দ। জীবনে অনেকবার মনের থেকে বুদ্ধির সিদ্ধান্তে এসেছি। এর মাঝে অনেকে আছে যারা আজও মনের শুনতে পছন্দ করে, আমিও ছিলাম আগে। কিছু মাস আগের ঘটনা তাহলে শোনাই। ভুল মানুষের সাথে ভুল সময়েই পরিচয় হয় এটা সবাই জানে। কিন্তু আমারটা বাস্তব। যার জন্যে আমি সব ছেড়ে আসতে রাজি থাকতাম কিন্তু সে যেন নিজের একটা অন্য দুনিয়ায় থাকতো। হাজার চেষ্টার মাঝেও তাকে নিজের কোনো ভাবেই করে উঠতে পারলাম না। প্রতিক্ষণ তার সাথে থাকার ইচ্ছা গুলো কখন নিজের জন্যে একটা অভিশাপ হয়ে উঠছিল সেটা না বোঝা আমি এক বোকা মানুষ। এমন প্রায় সবারই হয় যাকে পাবো না জানি সেই বেশি প্রিয় হয়। কিন্তু সেই প্রিয় কখনো আপনাকে প্রিয় মনে করে না। আসলে প্রিয় মানুষটার প্রিয় মানুষ অন্য কেউ হয়। আমার গল্প একটু আলাদা। প্রিয় মানুষের প্রিয় আমি হলেও তার হাত বাঁধা ছিল আর আমি অবুঝের মতো তাকে পাবার আশায় আমার সব ত্যাগ দিয়ে আগলে রাখতে চাইছিলাম। জানেন তো বিয়েটা সবার কাছে সাত পাকে বাঁধা আর সাত জন্ম অব্দি কাটানোর সিদ্ধান্ত না। বিয়েটা অনেকের কাছে একটা সিন্দুকের মত যার চাবি একটা বিবাহ রেজিস্ট্রার সার্টিফিকেট এর মতো। তাই একটা ভুল সিদ্ধান্ত জীবনের অনেক কিছু ছিনিয়ে নিতে পারে। সিদ্ধান্তে যাবার আগে সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখতে ভুলবেন না।
------------------------------ 
 

 
মল্লিকা ঘোষ
মদনপুর, কল্যাণী, নাদিয়া

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. জীবনে আমরা অনেক সময় বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে থাকি। তার মধ্যে যেগুলো ভুল সিদ্ধান্ত যেগুলো সেগুলো কে ভুলে যাওয়াই ভালো।

    ReplyDelete