গপ্পো ১
সৃজনিকা বিয়ের দুদিন আগে না করে দিল। এই বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয় । পাত্রপক্ষ বিশ হাজার টাকার পণ আর ফ্রিজ, টিভি চেয়েছে । একেতেই তো বিয়ের সমস্ত খরচ বাবার একার হাতে তারপর পণ। চিন্তায় বাবার যে কোনো সময় একটা স্ট্রোক হয়ে যেতে পারে ।এছাড়া সৃজনিকা বাবার বোঝা না বাজারের দ্রব্য? বিয়ের পর তো ওরা চাকরি বা পড়াশুনা কিছুই করতে দিত না ।
বিয়েতে না করে ও ভালোই করেছে । নিজের আত্মসম্মান এভাবে বিকোতে পারবে না । ওর স্বাধীনতাই ওর কাছে সব থেকে বেশি দামি ।
গপ্পো ২
ঝুমা লোকের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালায় । যা টাকা রোজগার করে নিয়ে আসে ওর স্বামী ওর থেকে মারধর করে নিয়ে নেয় । অনেক অত্যাচারের পর ওই বস্তি ছেড়ে ঝুমা বেরিয়ে এসেছে। ঝুমা ওর মেয়ে কে নিয়ে একটা নতুন ভাড়া বাড়িতে উঠেছে । লড়াই টা ওর একার ওর, স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লড়াই ।
গপ্পো ৩
পর্ণা আর চয়নিকা একই অফিস এ কাজ করে । ওরা বুঝেছে যে ওদের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে ।t'love has no limit' এই সরল কথাটার অর্থ ৩৭৭ ধারা পাশ হবার ২ বছর পরও মানুষ বোঝেনি। বুঝে আর কাজ নেই, পর্ণা ও চয়নিকা বাড়ির অমতে বেরিয়ে এসেছে । থাকার একটা আস্তানা করেছে ওরা । আস্তানাটার নাম দিয়েছে ওরা 'স্বাধীনতা' ।
গপ্পো ৪
শিলাদিত্যর প্রথম ছবির রিলিজ আজ । সকাল থেকেই ফোনের ঘনঘটা । দশ বছর আগেও ফোন কল গুলো এসেছিল যখন ও ডাক্তারি না পড়তে চেয়ে ফিল্ম মেকিং পড়তে চেয়েছিল । সেই সময় ওর স্বাধীনতা ও নিজেই বেছে নিয়েছিল , সমাজের স্রোতে গা না ভাসিয়ে ।
গপ্পো ৫
অ্যাসিড আক্রান্ত মানসী আর সাধারণ ছেলে কৌশিকের সংসারের বয়স ৬ বছর হতে চলল। কৌশিক রূপে বিশ্বাস করে না, ও স্বাধীনচেতা। কিন্তু এই সমাজ তা এখনো নয় । তাই তো এখনও খোঁটা দেয় কৌশিক কে ।
৭৩ বছর কেটে গেল । ভারত এখনও পরাধীন!
-----------------------------
নাম-অর্ণব মিত্র
ঠিকানা -61,সত্যজিৎ রায় সরণি,
কলকাতা 700060