ছবিঋণ- ইন্টারনেট
নাটক
তীর্থঙ্কর সুমিত
বাঁচাও বাঁচাও আমাকে....
ঠিক করেছে। শালা বাজারের মেয়ে,সেও কিনা সতী সাজছে।সমাজটার আর কিছু রইলনা। আকাশ মুখে বির বির করতে করতে চললো।
নয়নের আকাশের সাথে দেখা বহুদিন বাদ। সেই ছেলেবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে নয়নের। কোথায় চললি আকাশ?
এইতো ফুটবল গ্রাউন্ডের দিকে। তা তুই! অনেকদিন পর দেখা। বল কেমন আছিস?
নয়ন দাঁড়া দাঁড়া একটা আওয়াজ কোথা থেকে ভেসে আসছে বাঁচাও বাঁচাও করে, শুনতে পাচ্ছিস?
ছাড় না।তোর সবেতে মাথা ব্যাথা ।পুরনো অভ্যাস বদলাতে পারলিনা।বাজারের মেয়ের আবার বাঁচাও বাঁচাও ।
নয়ন কি বলছিস?কে ও? ও অণু। ওর জন্য আমার জীবনের সবটা নষ্ট হয়েছে।প্রিয়া আজ বিবাহিতা। আমার জীবনের সব নষ্ট হয়ে গেছে রে ভাই। তবুও চল কারো বিপদে আমি ____
দাঁড়া বন্ধু এটা রিহার্সাল হচ্ছে।নাটকের।প্রায় চলে নানারকম অঙ্গি-ভঙ্গি।
নাটক!কি নাটক? নাটক মানে ! তুই ছাড় না ইয়ার। না জানতে হবে ঘটনাটা কি?
সামনে এগিয়ে যেতেই নাটকের আর এক দৃশ্য।
অনু ছুট্টে এসে নয়নকে জড়িয়ে আবার চেঁচানি। হটাৎ গোটা চার পোষা লোক নয়নের দিকে বন্ধুক তাক করে।
নয়ন হাসতে হাসতে ততক্ষনে পুলিশে ঘিরে নিয়েছে এলাকাটা। আর দলের লিডার আকাশও ধরা পড়েছে নতুন নতুন নাটকের স্ক্রিপ্ট তারই তৈরী ।আর একটা অনু নয় হাজার অনু তৈরী করে এই আকাশেরা। বুঝতে পারিনি সেদিনের নয়ন আজকের সি আই ডি।
--------------------------------
তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু ব্রাহ্মণ পাড়া
হুগলী ৭১২১৩৯