Click the image to explore all Offers

ছোটগল্প ।। নিশায় শাকচুন্নির ডাক ।। প্রদীপ দে

 

              

 
অমাবস্যার রাত। নিশুতি রাতে অন্ধকার যেন ছুটে আসে। এতটা দৌড়ে কোথা দিয়ে আর কেন আসে তা কেউ হলপ করে বলতে পারবে না তবে ভয়ে সকলেরই আত্মা বিগড়ে যায়। দেবা ফিরতি পথে একা হয়ে যাবে - বুঝতে পারেনি। ওন্দা গ্রামের শেষে আসতেই দুধারে বাঁশবাগান পড়তেই গা ছমছম করে উঠলো।  এক সোঁ সোঁ বাতাস আওয়াজ তুলে যেন তাকে খেতে এল। 

দেবা হনহন করে পা চালিয়ে দিল। পা যেন আর ছোটে না। শালার পা গুলো যেন বেইমানি করছে আজ। কি কাল হল তিনগ্রাম পেরিয়ে যাত্রার আসরে গিয়ে? আর কেই বা জানতো যে যাত্রা শেষ হবে একেবারে রাত একটায়? সবে একটা গ্রাম পেরোলো, এখনো দুটো গ্রাম আবার মাঝে শ্মশান।
যুবক হলে কি হবে দেবা ঈশ্বর বিশ্বাসী কিন্তু দৈত্য দানবে তার ভীষণ ভীতি। মা মরে যাওয়ার পর এই ভয় তাকে আরো পেয়ে বসে। দেবা একটা চালকলে কাজ করে, যা পায় তাতে তার একার জীবন চলে যায়। কোন কূলে কোথাও তার কেউ নেই। এটা তার যেমন দুঃখের তেমনই সুখের। তাকে কিছু বলার কেউ নেই।  সে কারোর মুখাপেক্ষী নয়।

মনে হচ্ছে কেউ যেন পিছনে পিছনে হেঁটে আসছে হনহনিয়ে। আজ কৌশিকী অমাবস্যা।  মাতারা রক্ষা করো মা! আরো ছুটে চলে, দ্বিতীয় গ্রাম পেরিয়ে গেল ভীতু দেবা।

তৃতীয় গ্রাম পেরোতে গিয়েই যত ঝামেলা এসে গেল। শ্মশান সামনে আসতেই দেবার বুকটা ঢিপঢিপ করে উঠলো। আকুপাকু করে উঠলো স্থান পেরোনার জন্য, আর ঠিক তখনই পেত্নীর ডাক শুনে ফেললো দেবা।

--  কে যান?  কোন গেরামের? একটুকু আসেন না কেনে?

দেবা' র আর কিছু অবশিষ্ট রইলো না। চোখ মেলে দেখে - সাদা থান পড়ে "তিনি" আসছেন…
ভয়ে ভিমড়ি খাওয়ার মতোই অবস্থা তার। 

এ যে শাকচুন্নী আমাকেই ডাকে ………এ মনে হয় নিশি ……ওরে আমারে কেন ডাকিস?ছেড়ে দেমা কেঁদে মরি! বাঁচা আমায় ওরে-- কে কোথায় আছিস?  জয় মা তারা!
এক্কেবারে অজ্ঞান। ঢপাস! মাটিতে কুপোকাত!

জ্ঞান ফিরতে বেশি সময় নিল না দেবা। মহিলার হাতের সেবা না?
- আরে আপনি এইরকম কেনে করেন? আমি কি ভুত? আমি হলুম গিয়ে মেয়েমানুষ, নাম আছে নিশা। আমার বাপটা শ্মশানের ডোম আছেক। বাপটার বমি হইতাছিল। তাই ডাক পেরেছিলেম। তা, যা ভয় পাইলেন…
আমিও এত ভয় পাইলাম আর বাপেরও রোগটা পলাই গেল ......

দেবা শান্ত হল। দেখলো সে একটা খাটিয়ায় শুয়ে আছে। আর মাইয়াটার বাপ মিষ্টি মিষ্টি হাসতাছে। ব্যস হয়ে গেল গল্প শেষ।  এবার যেটার শুরু হল……তা বুঝতেই পারছেন এক্কেবারে বাস্তব …একটা নিখাদ গ্রাম্য প্রেম … যার পরিণতিতে সৃজিত …এক‌টি সুন্দর সংসার।
 
                           """""""""""""""""""""""""""""""""
 

 


PRADIP KUMAR DEY
Birati Housing Estate
LIG - 9
M.B.ROAD.
NIMTA
KOLKATA - 700 049
West Bengal
INDIA

   

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.