Click the image to explore all Offers

অণুগল্প ।। একই রক্ত বুকের তলে ।। ডঃ রমলা মুখার্জী


 

 একই রক্ত বুকের তলে
    ডঃ রমলা মুখার্জী
 

পর্ণা আমার বাল্যবন্ধু। তাদের পারিবারিক একটি ঘটনা আমার চেতনার ভিতকে একেবারে নাড়িয়ে দিল। এতো ভালো ভালো নিজের সম্প্রদায়ের ছেলে থাকতে পর্ণার মেয়ে তমা মুসলমান সম্প্রদায়ের ছেলে সুকুরের গলায় মালা দিল! রেগে গিয়ে পর্ণার স্বামী অলকবাবু দূর করে দিলেন মেয়েকে। মাস ছয়েক পরে হঠাৎ পর্ণাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে পথ দুর্ঘটনায় পর্ণা ও অলকবাবু দুজনেই প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হল, দুজনেরই রক্ত চাই। কিন্ত এই লক ডাউনের সময়  ব্লাড ব্যাংকে রক্ত নেই। তমা আর তমার মায়ের একই ব্লাড গ্রুপ। তমা শুনে সুকুরকে নিয়ে ছুটে এসে রক্ত দিল তার মাকে। কিন্তু অলকবাবুর ও নেগেটিভ রক্তের জন্যে ডোনার কোথায় পাবে তারা, ও নেগেটিভের ডোনার পাওয়াই তো মুস্কিল। সুকুর এগিয়ে এল, তার রক্ত ও নেগেটিভ। বাঁচল দুটি প্রাণ। অলকবাবু মর্মে মর্মে বুঝলেন ধনী-গরীব, হিন্দু-মুসলিম সবার রক্তের রঙ লাল। মুছে গেল সংস্কারের কালো অন্ধকার। নতুন ভোরে সংস্কার মুক্তির লাল রঙে রেঙে উঠল সম্প্রীতির আকাশ। 
                                                             ----------------------

ডঃ রমলা মুখার্জী
বৈঁচী, হুগলী 712134
মোঃ 7003550595
হোয়াটস এপ 9474462590

Sent from RediffmailNG on Android

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.