ঋণস্বীকার- ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত।
পয়লা মে
অশোক দাশ
আজ পয়লা মে। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। কারখানার গেটে - গেটে রক্তরঞ্জিত পতাকা উত্তোলন ।আটঘন্টার লড়াইয়ের দাবিতে, রক্তস্নাত আমেরিকার হে মার্কেট। মিছিল, বক্তৃতা, আলোচনা সভা, কত কথা কত স্মৃতি এসবই ভাবছিল অমল।
অমলের মনটা আজ অজানা আতঙ্কে ভারাক্রান্ত। সে ছিল এক নামি কোম্পানির শ্রমিক। কিন্তু করোনা মহামারীতে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে। এখন ঠিকে নির্মাণ শ্রমিকের কাজ করে কোন রকমে দিন যাপন করে।
সে এখনও দাবির লড়াইয়ে মিছিল -আন্দোলনে পা মেলায়, স্লোগানে -স্লোগানে আকাশ বিদীর্ণ করে ।
সেদিন সে মন দিয়ে শুনেছে নেতৃত্বের বক্তৃতা, সারাদেশে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার জন্য কালাকানুন তৈরি হয়েছে। আট ঘণ্টার পরিবর্তে একই মজুরিতে বারো ঘন্টা কাজ করতে হচ্ছে। নতুন করে শুরু করতে হবে আবার আটঘন্টার লড়াই। শ্রমিকের রক্ত ঘামে অর্জিত অধিকার এভাবে কিছুতেই ছেড়ে দেবে না।
আজ ঐতিহাসিক পয়লা মে। শ্রমিক মহল্লা সেজে উঠেছে লাল পতাকায়। একটু আগেই রক্ত-রঞ্জিত লাল পতাকা তোলা হয়েছে। শহীদ স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে পতাকাকে স্যালুট জানায় অমল। পতপত করে উড়ছে লাল পতাকা, তার বর্ণালী আভায় উদ্ভাসিত গোটা আকাশ।
অমল এখনও স্বপ্ন দেখে, আগামী প্রজন্মকে নতুন পৃথিবী উপহার দেওয়ার। প্রত্যাশার মশাল জ্বলে তাঁর দু' নয়নে। সারা দুনিয়ার মানুষকে সুখ-শান্তি -সমৃদ্ধি দিতে পারে একমাত্র এই লাল ঝান্ডাই ,এটা তার দৃঢ় বিশ্বাস। কানে বাজে উদাত্ত আহ্বান 'দুনিয়ার মজদুর এক হও' । দীপ্ত কণ্ঠে অমল গেয়ে ওঠে' উই স্যাল ওভারকাম' 'আমরা করব জয় 'সমবেত কণ্ঠে প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে দিগ- দিগন্তে,আকাশে- বাতাসে----।
----------------------------
অশোক দাশ
ভোজান ,রসপুর,হাওড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত
মোবাইল নম্বর-৮৩৪৮৭২৫৩৩৩