ছবিঋণ- ইন্টারনেট।
গলির মুখে পৌঁছানোর আগেই স্টেটবাসটাকে বেরিয়ে যেতে দেখে রুদ্রাণী তার ছেলেকে বলে উঠল, " এ্যাই বুল্টন, বাসটাকে দাঁড় করাতে পারছিস না !"
বুল্টন দৌড়ে গিয়ে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করল কিন্তু বাসটা তীব্রগতিতে বেরিয়ে গেল। রুদ্রাণী চটে লাল, "কী ছেলেই হয়েছে আমার -- একটা বাসকেও থামাতে পারে না !"
বুল্টন হেসে বলল, " বাসের ড্রাইভার কি আমার শ্বশুর যে..."
কথার মাঝে চোখ পাকিয়ে বলল রুদ্রাণী, "তোর এই কথাটাই মাথায় এলো কেন ?"
-- যাঃ বাব্বা ! কী বললাম !
-- কি বললি ? অ্যাঁ এই তো সবেমাত্র মাধ্যমিক দিয়েছিস, এরই মধ্যে বিয়ের শখ চাপল কেন তোর ?
-- কী যে বলো তার নেই ঠিক !
-- তাহলে 'শ্বশুর' শব্দটা উচ্চারণ করলি কেন ?
ব্যাপারটা অন্যদিকে মোড় নিচ্ছে দেখে বুল্টনের মাসি বলে উঠল, "যাক গে ছেড়ে দে দিদি !"
তবুও না থেমে রুদ্রাণী বলেই চলল, " ওই বাস-ড্রাইভারই বা ওর শ্বশুর হতে যাবেন কেন ? তুই বল না -- ওর এত তাড়াতাড়ি বিয়ে দিতে যাব কেন ? বিয়ে করে বউকে কি খাওয়াবে ?"
একটানা কথাগুলো বলে হাঁফাতে লাগল সে।
-----------
তারিখ : ২৩ শে মে ২০২২
পীযূষ কান্তি সরকার
১/১, কুচিল ঘোষাল লেন, কদমতলা, হাওড়া -১ পশ্চিমবঙ্গ, ভারত।
চলভাষ/হোয়াটস অ্যাপ : 9831951215