Click the image to explore all Offers

মুক্তগদ্য ।। মোহ ।। সুতপা ব্যানার্জী (রায়)

মোহ
সুতপা ব‍্যানার্জী(রায়)

 

ভালোয় মন্দে ভরা পৃথিবীতে সবকিছুই যে আমার মনমতো ঘটবে তা নয়। তবুও বিগত দিনকে সাক্ষী রেখে আগামীতে যাওয়ার একটা মোহ আছে। টাকাপয়সা,সম্পদ সব কিছুকে তুচ্ছ করলেও নিজের অস্তিত্বের একটা মোহ আছে। একটা সকাল যেখানে আমার বাগানের গোলাপ কুঁড়ি ফুল হয়ে ফুটছে,যেখানে গতদিনের ঘুঘু পাখির ডিম ছানা হয়ে প্রাণের জানান দিচ্ছে। কাগজওয়ালার ছোঁড়া কাগজ দরজায় লাট খাচ্ছে সেখানে আমি কোথাও নেই,এই আস্ত আমিটা পুরো গায়েব হয়ে গেছে তা ভাবতে গিয়েই চোখে জল এসে যায়। নিজের আদরের সৃষ্টির ওপর, সদ‍্য তুলিতে রাঙানো একটা আঁকার ওপর,দিগন্ত বিস্তৃত সমুদ্রের জলরাশির দিকে অনিমেষ চেয়ে থাকার ভালোলাগার ওপর মোহের বাদ‍্যি বাজে। প্রিয় সম্পর্কের ডাকগুলো হাজার বাতি হয়ে জ্বলে চারপাশে। ঐ এক একটা হাতের হাতছানিতে বহুবছর বাঁচতে চাওয়ার রসদ লুকিয়ে থাকে। হয়তো পেটের খিদে ও মনের খিদে ঠিকমতো মিটে যাওয়ায় এমনতর ভাব। এই ভারসাম‍্যগুলো নষ্ট হলে কী হত বলা মুশকিল। তবে অনেক মানুষ বিভিন্ন প্রতিযোগিতায় সামিল হয়েও এই ভারসাম্য নষ্ট করে। আরো চাইয়ের কেজো মন সরলতা নষ্ট করে অকাজ করে বেশী। তবে স্মৃষ্টিকর্তা বাঁচা'মরার রিমোট কন্ট্রোলটা মানুষের হাতে না দিয়ে ভালোই করেছে।নয়তো অন‍্যান‍্য জীবকুলকে ধ্বংস করে মানুষ নিজের শ্রেষ্ঠত্বের জয়গান আরো গাইত। তবুও যাওয়ার বেলায় পেছনপানে চেয়ে মনে হয় বলতে চাই-

" চেতন মনের দ্বার খুলে পাই যেন অনন্ত আলো,
মোহের আবেশ ভুলে সেই সে অরূপ ধন,
  কোন খেদ ছাড়া মেলে যেন সহজ সে ঠাঁই।"
.................................................

শিল্পকানন, বিধাননগর, দুর্গাপুর
জেলা-পশ্চিমবর্ধমান


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.