Click the image to explore all Offers

অণুগল্প ।। রোদনভরা বসন্ত ।। পীযূষ কান্তি সরকার


                 

  রোদনভরা বসন্ত
           
                  পীযূষ কান্তি সরকার

    ছাব্বিশ বছর আগের সেই বসন্তের দিনটি আজও পলাশের মনে দাগ কাটে -- বয়ে যায় দীর্ঘশ্বাস। শিক্ষক জীবনের অবসরের প্রাক্কালে তারুণ্যের শেষপর্বের সেই দুঃখময় স্মৃতি নতুন করে জেগে ওঠে।
     ব্যাক পেয়ে পাশ করে ঝাণ্ডা ধরার দৌলতে লঞ্চঘাটের বুকিং ক্লার্ক হল বাণ্টি। তুলনায় অনেক ভালো রেজাল্ট করেও পলাশ তখন প্রাইভেট ফার্মের জেনারেল সুপারভাইজার।
     আশা ছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব-অ্যাসিস্ট্যাণ্ট ইঞ্জিনিয়ার পোষ্টের ফাইনাল লিষ্ট -- শেষ পর্যন্ত সেখানেও নাম না ওঠায় মাথায় তার যেন আকাশ ভেঙে পড়ল। ঘরেও টিকতে না পেরে পলাশ তখন রাস্তায়। পাড়ার মোড়ে বাণ্টি দু-তিনজনের সঙ্গে আড্ডা দিচ্ছিল। পলাশের মুখোমুখি হতেই হাসি-মস্করা ভুলে সে সোজাসুজি বলে উঠল, " তোরা আবার স্ট্যাম্প-মারা ভালো ছেলের দল ! আমায় বললে তো তোর প্রেস্টিজ পাংচার হয়ে যেত !"
  পলাশ শান্ত গলায় বলে ওঠে, "আমার সামনেই এই পরীক্ষা দেওয়ার কথা তোকে তো সৌম্য বলেছিল !"
"তুই কি নিজের মুখে বলেছিলি ?" ধমক দিয়ে বলে ওঠে বাণ্টি, " একবার নিজের থেকে যদি ফার্স্টলিষ্টে তোর নাম ওঠার কথাটা ভুল করেও জানাতিস , এই শর্মা কেমন জান লড়িয়ে দিত দেখতিস !"
=======================
 
 
পীযূষ কান্তি সরকার
কদমতলা, হাওড়া, পশ্চিমবঙ্গ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.