"হাজার চুরাশির মা" উপন্যাসে
সুজাতা ও নন্দিনীর চরিত্র
মহশ্বেতা দেবীর নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত "হাজার চুরাশির মা" এক কালজয়ী উপন্যাস।
"হাজার চুরাশির মা"উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র সুজাতা লোরেটোর গ্র্যাজুয়েট ও বনেদি ঘরের বউ। স্বামী-শাশুড়ির অত্যাচার নির্বিবাদে সহ্য করেও সে আত্মনির্ভরশীল, ব্যাঙ্কে চাকরি করে। সুজাতার স্বামী দিব্যনাথ তাকে স্ত্রীর কোনো মর্যাদাই দেননি, শুধুই ব্যবহার করেছেন। স্বামী অন্য নারীসঙ্গে আসক্ত জেনেও সুজাতা কখনও সংসার ছেড়ে চলে যান নি। সুজাতার চার ছেলেমেয়ের মধ্যে ব্রতীই ছিল মায়ের অনুগামী ও দিব্যনাথের কার্যকলাপের ঘোর বিরোধী। কিন্তু ব্রতী যখন নকশাল আন্দোলনে যোগ দিয়ে প্রাণ দিল দিব্যনাথ ব্রতীর কোন চিহ্নই রাখতে চাইলেন না। কিন্তু সুজাতা পুত্রের শোকে আর্তনাদ ও বিলাপ করতে করতেই শেষে হাজার চুরাশির মা হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্নেহময়ী, অসহায় জননীর মাতৃত্বের আলোয় সুজাতা চরিত্রটি ভারতীয় নারীর চিরকালীন এক প্রতিচ্ছবি।
অপরদিকে নন্দিনী এই উপন্যাসে এক অনন্য নারী চরিত্র। ব্রতীর পাশে থেকে বিপ্লবীর কাজ করতে করতে সে ব্রতীকে ভালোবেসে ফেলে। ব্রতীকে হত্যার পর নন্দিনী ধরা পড়লে তাকে নির্মম অত্যাচার সহ্য করতে হয়। নিজের সবকিছু হারিয়েও লাইটের নিচে টানা চোখ রেখে নির্যাতন সহ্য করার ফলে তার চোখের নার্ভগুলি নষ্ট হয়ে যায়। তার পরেও সে কিন্তু আজীবন তার ভালোবাসার মানুষ ব্রতীকেই আঁকড়ে থাকবে সেই সিদ্ধান্তই নেয়। ভালোবাসার আলোয় উদ্ভাসিত নন্দিনী আদর্শ এক নারী চরিত্র।
=============
ছবি- ইন্টারনেট ।
----------------------------
ডঃ রমলা মুখার্জী
বৈঁচী, বিবেকানন্দপল্লী,
জেলা হুগলী, পিন 712134
Sent from RediffmailNG on Android