Click the image to explore all Offers

বিভাগ- চিঠির পাতা ।। মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়



 চিঠির পাতা 

  মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

আত্মজনেসু,
কবে যে শেষ চিঠি লিখেছিলাম মনে করতে পারি না। আজ বড় প্রয়োজন তাই এই চিঠি লেখা।মনের অব্যক্ত কথন ভেসে যাচ্ছে শরতের নীলাকাশে । পথের ধারে বেঁচে থাকা মলিন ধূসর কমদামী শ্বাসপ্রশ্বাস শিউলির ঘ্রাণ আর কাশফুলে উড়িয়ে নিয়ে যাচ্ছে দিগন্ত থেকে দিগন্তে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও কয়েকদিন বৃষ্টি নেই আর রাজ্যবাসীর কাছে সুখবর এবার পুজোয় বৃষ্টি হবে না। তবুও আমরা খুশি থাকতে পারছি না।

  আমরা প্রতিনিয়ত সংশয়ের বেড়াজালে নিজেদের অষ্ঠেপৃষ্ঠে বেঁধে ফেলি বা বেঁধে ফেলতে বাধ্য করে এই সুশীল সমাজ ব্যবস্থা। আমরা বর্তমান কে উপভোগ করতেই ভুলে যাই  ভবিষ্যতের পরিকল্পনায় নাছোড়বান্দা থাকতে।আর বর্তমানে অসফলতার কারণে অতীতের স্মৃতি খুঁড়ে প্রবন্ধ রচনা করতে থাকি।  কি ছিল? কি ছিল ? আর কি যে হবে ? কি যে হবে? এক দীর্ঘশ্বাস উড়িয়ে দিই নক্ষত্রের বেড়াজালে। অথচ আজকের দিনে ভালো থাকা মন্দ থাকা নিয়ে প্রতিনিয়ত সংশয়ের উৎযাপন করে চলি।

 অতিমাররির আতঙ্ক কিছুটা ক্ষীণ হলেও সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক টালমাটাল আমাদের পথচলাকে অনেকখানি স্তব্দ করে তুলেছে।
তরুণ যুবসমাজ তাদের একমাত্র স্বপ্ন সম্বল নিয়ে পথে বসেছে। অথচ টাকার পাহাড় নিয়ে স্বার্থান্বেষী ধান্দাবাজ সিংহাসনের ঘুণপোকা সমস্ত সমাজকে কুড়ে কুড়ে  ঝাঁঝড়া করে দিচ্ছে।


আমাদের কিছুই করার নেই। দুটাকার কলম আর এক টুকরো কাগজ সম্বল করে যদি সুশীলসমাজের মুখে দুমুঠো আর এক চিলতে হাঁসি আঁকতে পারি তবে ই হবে এই চিঠির সার্থকতা। সমাজের কুসময়ের প্রভাব কাটাতে সাহিত্য সংস্কৃতি কৃষ্টি লেখক শিল্পী মহলের একটা অলিখিত দায়িত্ব বর্তায়।
ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী পাথেয় করে  দুধ জল থেকে আলাদা আর সত্য ভ্রমকে আলাদা করে একটা সুস্থ সুন্দর সমাজজীবন উপহার আমরা পেতে পারি।
                   ধন্যবাদন্তে
               মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায় 

=================== 

25 . 9 .2022  Sunday
Manju Roy
P. O  Ganganagar
3 no Govt colony
Kobiguru Sarani 1st gate
Kolkata  700132

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.