Click the image to explore all Offers

অণুগল্প ।। মাইয়া পুয়া ।। সুদামকৃষ্ণ মন্ডল

                                                                                                                                                          

                                                                                                                                                             ছবিঋন- ইন্টারনেট।

 

মাইয়া পুয়া

সুদামকৃষ্ণ মন্ডল

      
---ওডি, কডে যঅর ?                                    
--- ওমা যাইর । পুয়ার লাই মান ইজ্জত মুখ পুরি যারগৈ।
---- কিয়া?
---- বিয়া কইর্জে।
---- ওমা! কঁঅর্তে ?
---- আজিয়া তিনদিন হঅর ।
---- ঘরৎ হইয়ে নে ?
---- নঅ। আঁর  বুইজ্যা মাইয়া পুয়ার ঘর তুন নঅ আইয়ে।
---- তয় ?
---- বকখালি গিইল দে। শাঁখা সিঁদুর গলাই দিএ। ক্যান কইরতাম কুঅ সাঁই ?
---- হইঅ। তয় ইতারার তুন লই আইয়ারে ঘরৎ নঅ  রাখিলে মামলা মকদ্দমা করিব। পুলিশ জাইন্যে নে ?
---- নঅ।
---- মাইয়া পুয়ার বয়স  ?
---- সতর  পেলাস। 
----  ওমা ! পুলিশ জাইনলে জেলৎ দিব।
---- হইঅ।
        দুজনে কথা হচ্ছিল ট্রেন লাইনে দাঁড়িয়ে। অসীমা আর জোৎস্না । সম্পর্কে মাসি আর বোনঝি। অসীমার ছেলে ঊনিশ  বছর বয়স । পড়াশোনা  ধর  কাছি  ধরে আছি।  সবেমাত্র শিক্ষা দপ্তর মোবাইল কিনতে একাউন্টে টাকা দিতেই  স্কিন টাচড মোবাইল কিনেছে । মোবাইলে মেসেঞ্জারে দূর পল্লীর মেয়ে পার্বতীর সাথে যোগাযোগ তারপর বকখালি।  টানা দু'দিন ঝাউ বাগান সমুদ্র তটে বিচরণ করতে করতে দু 'রাত নাম ভাঁড়িয়ে শয্যাসঙ্গী । ইজ্জত লুট । শাঁখা সিন্দুরে পার্বতী অপরূপা সুন্দরী সাজে বেশ মানিয়েছে।
         উভয়ের পরিবার বাংলাদেশী।  উভয়ের বাবাও সাগরে মাছের ট্রলারে  মৎস্যজীবী।
---- আঁরার লাই উগ্গা মাইয়া পুয়া চঅ ত। জ্যোৎস্না বলল।
---- কিয়া ?
----- আঁর বাশুরর পুয়ার লাই আরই।
----- বিয়ার লাই কঅর ?
----- হইঅ।
---- নঅ পাইবি ।
---- কিঅর লাই ওডি ?
---- মাইয়া পুয়া ভালা আচে নে ? মুবাইল হইয়ারে কিঅরে ঠিক নঅ চাইবি। বেগ্গিনে ফুনে ফুনে যুগাযোগ  রাইখ্যে ।
---- হইঅ। ওমা একি যুগ পইর্জে?
---- নঅ আইই। টেরেন আইব ফানলা ।
---- যা।
      ওরা হাসাহাসি করে পরস্পরকে বিদায় নিল। অসীমা তার ছেলেকে খুঁজে নতুন বিয়াই বাড়িতে যাচ্ছে।  রথ দেখা কলা বেচা করে বৌমাকে সঙ্গে করে সন্ধ্যা সমাগমে আনবে।
        এখন গোধূলি।  কৃষ্ণচূড়ার শাখায় রোদ পড়েছে।  ঝিরিঝিরি বাতাস  বইছে । পাখিরা কুলায় ফিরছে।  পাখিদের সাথে ছেলে অনিমেষও  বৌমা নিয়ে  ফিরবে ।
        বাবা ফিরে আসলে কি বলবে তাই দেখার।
-----------------------------------
 
সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.