বিজ্ঞানী আলফ্রেড নোবেল ও নোবেল পুরস্কার
এস এম মঈনুল হক
বিজ্ঞানী আলফ্রেড নোবেল (Alfred Bernhard Nobel) ১৮৩৩ খ্রিস্টাব্দের ২১শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইমানুয়েল নোবেল এবং মাতার নাম ছিল ক্যারোলিন অ্যানড্রেইট্টা আহালসেল। তিনি ছিলেন সুইডিস রসায়নবিদ, প্রকৌশলী, শিল্পপতি এবং অন্যান্য আরও শক্তিশালী বিস্ফোরক আবিষ্কার করেছিলেন।
আলফ্রেড নোবেল প্রথমে তার বাবার কাছ থেকে প্রকৌশলের মৌলিক বিষয়গুলো শিখেছিলেন। পরে তিনি প্রাইভেট টিউটরদের কাছ থেকে রসায়নে পারদর্শী হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সুইডিস আমেরিকান নৌ প্রকৌশলী এবং উদ্ভাবক জন এরিকসনের নির্দেশনায় কাজ করার পর নোবেল সেন্ট পিটার্সবার্গে তার বাবার কারখানায় কাজ করার জন্য ইউরোপে ফিরে আসেন। তিনি মানবিক ও বৈজ্ঞানিক সমাজ সেবামূলক কাজের উদার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার উইলি সৌভাগ্যের সিংহাসন বিশ্বস্ততার উপর ছেড়ে দিয়েছিলেন যা আন্তর্জাতিক পুরস্কার। নোবেল তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হয়েছিল।
১৮৬২ সালে তিনি নাইট্রোগ্লিসারিন তৈরি করেন যা একটি খুবই শক্তিশালী বিস্ফোরক। ১৮৬৩ সালে তিনি একটি ধাতুর পাত্রে রাখা নাইট্রো গ্লিসারিনের বৃহত্তর চার্জে ঢোকানো কাঠের প্লাগ সমন্বিত একটি ব্যবহারিক ডেটোনেটর আবিষ্কার করেন। ১৮৬৫ সালে নোবেল একটি উন্নত ডেটনেটর আবিষ্কার করেন যাকে বলা হয় ব্লাস্টিং ক্যাপ। ব্লাস্টিক ক্যাপ উদ্ভাবনের মাধ্যমে উচ্চ বিস্ফোরকের আধুনিক ব্যবহারের সূচনা হয়।
কিন্তু ১৮৬৪ সালে নোবেলের নাইটোগ্লিসারিন কারখানায় বিস্ফোরণ ঘটে এবং তার ছোট ভাই এমিল ও আরও কয়েকজনের মৃত্যু ঘটে। নাইটোগ্লিসারিন পরিচালনা করা ছিল অত্যন্ত বিপদজনক। অবশেষে ১৮৬৭ সালে তিনি তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন ডিনামাইট যা পরিচালনা করা নিরাপদ ও সহজ ছিল। গ্রীক শব্দ ডায়নামিস থেকে ডিনামাইট কথাটা এসেছে যার অর্থ হলো "শক্তি"। ডিনামাইট বিশ্বব্যাপি নোবেলের খ্যাতি প্রতিষ্ঠা করে এবং শীঘ্রই এটিকে ব্লাস্টিং টানেল, খালকাটা, রেল ও রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়।
বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন। প্রতিষ্ঠানটিকে একসময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। এই মহান বিজ্ঞানী হলে বিখ্যাত নোবেল পুরস্কারের প্রবর্তক।
১০ই ডিসেম্বর ১৯৮৬ সালে আলফ্রেড নোবেলের প্রয়ান ঘটে। আজ ২১শে অক্টোবর ২০২৩ মহান রসায়নবিদ আলফ্রেন্ড নোবেলের ১৯০ তম জন্মবার্ষিকী। মহান বিজ্ঞানের প্রতি আজকের দিনে আমার শ্রদ্ধা রইল।
ছবিঋণ - ইন্টারনেট।
=================
ফুলশহরী, রমনাশেখদিঘী, মুর্শিদাবাদ