ছবিঋণ - ইন্টারনেট।
পুলিশ বাবু
সাবিত্রী দাশ
সম্পার বাবা সবসময় পুলিশকে সহ্য করতে পারতো না , কারণ পুলিশ নাকি ঘুষ খেয়ে অন্যায়কে প্রশ্রয় দেয়। তাই পুলিশের কথা বললেই রেগে আগুন হয়ে যেত।
একদিন সম্পার মা বললো তোমাদের নিয়ে রথের মেলায় যাবো। খুব আনন্দ ,পরের দিন সম্পা তার মা দুই ভাই সকলে মিলে একটু বিকেল গড়ালে সেজে গুজে রেডি হয়ে মেলায় গেলো । সবাই এক জায়গায় জড়ো হলো।এবার, ছোট ভাইকে মা বুঝিয়ে দিলো যে, কেউ যদি হাত ছেড়ে ভিড়ের মধ্যে হারিয়ে যাস ভয় পাবি না, কাঁদবি ও না। যেখানে থাকবি সেখানেই দাঁড়াবি। আর পুলিশ দেখলে তাদের বলবি আমি বাড়ির লোকদের পাচ্ছি না। নাম, ঠিকানা বলবি। ওরা ঠিক মাইকে বলে দেবে। বুঝলি, ভয় পাবি না। যদিও আমি হাত ছাড়বো না তবু শিখিয়ে দিলাম।
ঠিক আছে। সব বুঝে নিলাম।
মেলায় প্রচন্ড ভিড়। সবাই সবাইকে ধরে রাখলো। প্রথমে যার জন্য আসা সেই প্রভু জগন্নাথকে দর্শন করতে হবে। ভিড়ে যাওয়া যাচ্ছে না। কষ্ট করে একটু চেষ্টা করতে হলো। প্রভুর নাম নিয়ে ভিড় ঠেলে রথের দড়ি টানা হলো।
একে অপরকে ধরে রাখলো। প্রসাদ ও খাওয়া হলো ।এবার আস্তে আস্তে সকলে বেরিয়ে পড়লো। ছোট ভাই বললো এই দিদি জিলিপি খাবো। হ্যাঁ, দেবো তো। সকলে ঘুরে ঘুরে রথ দেখলো । আগে সকলকে পাঁপড় ভাঁজা, জিলিপি খেতে হবে। সেখানেও গিয়ে দেখে খুব ভিড়। যাইহোক দাঁড়িয়ে থেকে কেনা হলো সবাই মিলে খাওয়া হলো । তারপর যে যা পছন্দ কিনতে লাগলো। হঠাৎ সম্পা দেখলো মা ও দুই ভাই নেই। কোথায় গেল ? অনেক ডাকাডাকি করেও কোন সাড়া নেই। তখন ভয়ে সম্পার প্রাণ কাঁপতে লাগলো। যা ভয় পেয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ওদিকে তার মা তাড়াতাড়ি পুলিশ গার্ড এর কাছে গেল। পুলিশ মেয়ের নাম, ঠিকানা নিলো। ওনারা মাইকে ঘোষণা করতে লাগলেন। কিন্তু কোন খবর পাওয়া গেল না। সম্পা তো কেঁদে কেঁদে পাগল । তার পর একজন পুলিশ বললো তুমি একদম কাঁদবেন না। আমরা ঘোষণা করে দিছি। ঘোষণা শুনে মা ছুটে গেলো । তখন পুলিশ বললো দেখুন তো এই কি আপনাদের হারিয়ে যাওয়া মেয়ে।? মা বললো হ্যাঁ, হ্যাঁ, এইতো। কি রে কি করে হারিয়ে গেলি? উনি বলেন, ও একটা সুন্দর পুতুল দেখতে পেয়ে সেদিকেই যেতে যেতে একটা খাদের মধ্যে পড়ে গিয়েছিল। আমরা ঐখান দিয়ে এসেছিলাম । দেখতে পেয়ে উদ্ধার করি। আমরা ওকে চিকিৎসা করে সান্তনা দিয়ে রাখি। কিচ্ছু হবে না আমরা তোমার বাড়ির লোকের কাছে পৌছে দেবো। মা বললেন আপনাদের মত ভালো মানুষদের কাছে ছিলো বলে ভালো। অনেক কিছুই হতে পারতো। অচেনা মানুষের ভিড়ে কেউ নিয়ে গেলে আর পেতাম না। কি বলে ধন্যবাদ জানাবো ভাষা নেই। না, না ধন্যবাদ দেবার কি আছে?এটা তো আমাদের কর্তব্য। তারপর অনেক রাত হয়ে গেছে দেখে একজন পুলিশ তাদের গাড়িতে করে উনাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলো। বাড়ির সকলে খুব দুশ্চিন্তায় ছিলো ওদের ফিরতে এত দেরি দেখে। তারপর সকলকে বাড়িতে দেখে খুব খুশি হলো সম্পার বাবা এবং পরিবারের সকলে। সম্পার বাবা পুলিশের হাত ধরে বললেন আপনারা না থাকলে আজকে হয়তো আমার স্ত্রী ও ছেলে মেয়েদের কত না বিপদে পড়তে হতো। আপনার এই মহান কর্তব্যকে আমি আন্তরিক স্বাগত জানাই। কোনদিনও আপনাদের ঋণ শোধ করতে পারবো না।
তবুও পুলিশকে মানুষ অনেক সময় অনেক রকম খারাপ মন্তব্য করেন । আমাদের একটা কথা জেনে রাখা উচিত , পুলিশ আছে বলেই আমরা এবং সমাজের সকল মানুষ নিশ্চিতে ঘুমোতে পারি। তাই পুলিশকে কখনোই খারাপ চোখে দেখবো না। পুলিশ হলেও তারা কারোর দাদা ,কারোর ভাই , কারোর বাবা , কারোর সন্তান। এককথায় তাঁরাও মানুষ।
=======================
সাবিত্রী দাশ
গ্রাম+ পোস্ট - দুর্গাপুর
থানা -নন্দিগ্রাম
জেলা -পুর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ
ভারত