বই রিভিউ ।। তিতির ।। গোবিন্দ মোদক
কাব্যগ্রন্থ (ছড়ার বই): তিতির
কবি: শান্তনু গুড়িয়া
পাঠ-প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক
বইবাজারে ছোটদের জন্য অসংখ্য ছড়ার বই থাকলেও প্রকৃত অর্থে শিশুদের জন্য নির্ভেজাল ছড়ার বই একান্তই দুর্লভ – কিন্তু 'তিতির' তার উজ্জ্বল ব্যতিক্রম; সহজ-সরল অনায়াস লেখায় এবং অপটু রেখায় 'তিতির' সত্যিই শিশুদের বই। গোছানো ভাবনা নিয়ে ছড়া লিখলে তা অনেক সময় কৃত্রিম হয়ে যায় – বরৎ উদ্ভট খেয়ালে লেখা ছড়াগুলোর মধ্যে লুকিয়ে থাকে কুলকুল হাসির চোরাস্রোত — কাজেই তা অনেক বেশী শিশু-মনোগ্রাহী হয়; আর সেখানেই তিতিরের মতো কাব্যগ্রন্থের (শিশুতোষ ছড়া সংকলনের) প্রকৃত জয়।
তিতিরে রয়েছে অসংখ্য সরস, সুস্বাদু, টক-মিষ্টি, চাকুম-চুকুম এবং মজারু ছড়া। ডানপিটে, চায় কী, খায় কী, ভয় কী, প্রাপ্তি, ও ইঁদুরের পুত, বিড়ালিনী, চার লাইনে, রূপান্তর, তাসের দেশ, মাছের মুড়ো, কোলাব্যাঙ, সঙ্গত, বয়েই গেল, আজ যে বড়ো একা, বারোয়ারী, বারোমাস্যা, গতির বিষম ঠ্যালায়, মাছকাহন, ভ্রমণবৃত্তে, খানা-খাজানা, লাগে-রহো... শীর্ষক ছড়াগুলো সত্যিই এক-একটি খাঁটি ছড়া।
সত্যি কথা বলতে কি উৎকৃষ্ট শিশুতোষ ছড়া লিখতে হলে সব সময় ব্যাকরণ মানতেই হবে এমন কোনো কথা নেই। বরং ছড়াগুলি শিশুদের কাছে কতোটা বেশি গ্রহণযোগ্য হলো সেটিই মূল বিচার্য বিষয়। আর এই বিষয়টি ছড়াকার-কবি শান্তনু গুড়িয়া বেশ ভালো করেই বুঝিয়ে ছেড়েছেন। ছড়াগুলির প্রায় সবই ফিরে পড়বার মতো এবং ফিরে চাখবার মতো সুন্দর ও সুস্বাদু, তবু তারই মধ্যে মনে হয়েছে —
সেরা ছড়া- বারোমাস্যা,
অনবদ্য ছড়া- আজ যে বড় একা,
চমৎকার ছড়া- মা,
চার লাইনে চমৎকার ছড়া- কালো খান,
অনন্য ছড়া- ও ইঁদুরের পুত, বিড়ালিনী, ভয় কী, তিতির,
অসাধারণ ছড়া- খানা-খাজানা,
উত্তমম্ ছড়া- মাছকাহন,
অতি-উত্তমম্ ছড়া- ভ্রমণবৃত্তে,
সেরা লিমেরিক- কোলাব্যাঙ।
বেঁচে থাকুক ছড়াকারের এই সরস কলম, বেঁচে থাকুক পাউরুটি আর ঝোলাগুড়; খুদে পাঠক মহল এবং বড়দের বৃত্তেও সমাদৃত হোক তিতির।
কাব্যগ্রন্থ (ছড়ার বই): তিতির
কবি: শান্তনু গুড়িয়া
প্রকাশক: অভিনব উত্তরণ প্রকাশনা
প্রচ্ছদ পরিকল্পনা: নিজস্ব
মূল্য - ১০০ টাকা
পাঠ-প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক
___________________________
স্বরচিত মৌলিক অপ্রকাশিত রচনা।
প্রেরক: গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103