Click the image to explore all Offers

রিভিউ ।। পত্রিকা: 'বহ্নি' ।। পাঠ প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক

 

 

পত্রিকা: 'বহ্নি' 

(দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যা) (২০২৫)

সম্পাদক: প্রসেনজিত দাস



পাঠ প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক, কৃষ্ণনগর, নদীয়া॥


ভিন্নধর্মী সাহিত্য পত্রিকা 'বহ্নি'-র দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যা (২০২৫) ছড়া সংখ্যা হিসাবে প্রকাশিত হয়েছে — উপরি পাওনা "ক্রোড়পত্র: স্মরণে ভবানীপ্রসাদ মজুমদার"। অসাধারণ প্রচ্ছদের পত্রিকাটি হাতে নিলে মন ভালো হয়ে যায় যখন পাঠক লক্ষ করেন ফিরে পড়বার মতো অনন্য সব ছড়া দিয়ে সাজানো হয়েছে সংখ্যাটি। সেই ছড়া লেখকের তালিকায় যেমন আছেন ড. নির্মল করণ, জয়ন্ত বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, অনুপ চন্দ, জয়ব্রত বিশ্বাস, অনির্বাণ মুখোপাধ্যায়, দীনমহম্মদ সেখ, দীপঙ্কর বেরা, সমীরণ পাল; তেমনই আছেন পিনাকী দত্ত, চৈতালী রায়, তাপস চক্রবর্তী, দিলীপ কুমার মধু, সঞ্জয় কুমার ঘোষ, বাবলু মন্ডল, সুরজিৎ সরকার প্রমুখ কবি/ছড়াকার। পত্রিকায় নানা রঙের ছড়ার ডালির সঙ্গে উপরি পাওনা রয়েছে ছড়া বিষয়ক বেশ কিছু মূল্যবান প্রবন্ধ। লোকেশ চন্দ্র বিশ্বাস সৃজিত "বিভিন্ন ছড়া: প্রসঙ্গ সমাজচিত্র" শীর্ষক গবেষণামূলক প্রবন্ধটি প্রকৃত অর্থেই মূল্যবান। একই কথা প্রযোজ্য নীলোৎপল দত্তের "ছড়ায় ছড়ানো লৌকিক উপাদান" নামক নাতিদীর্ঘ প্রবন্ধটির ক্ষেত্রেও। 


"ক্রোড়পত্র: স্মরণে ভবানীপ্রসাদ মজুমদার" পত্রিকার একটি উল্লেখযোগ্য সংযোজন যেখানে প্রখ্যাত শিশু সাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদারের সাক্ষাৎকার (সাক্ষাৎকার গ্রাহক: 'দর্পণ-মুখের খোঁজে' পত্রিকা) ছাড়াও একগুচ্ছ ছড়া এবং প্রবন্ধের সমাবেশ ঘটেছে যেগুলি সবই ভবানীপ্রসাদ মজুমদারের জীবন ও সৃজন আধারিত। "ভবানীপ্রসাদের ছড়া বাল্যরসে টইটম্বুর" — এমনই আশ্চর্য সুন্দর এক শিরোনামে বলিষ্ঠ একটি প্রবন্ধ উপহার দিয়েজন আনিসার উল হক। সুখেন্দু মজুমদারের "ছড়ার ভবানীপ্রসাদ" প্রবন্ধটিও মূল্যবান। 


"ভবানীপ্রসাদ: শৈশবের এক ছন্দ মুখর আলো" — এমন শিরোনামেই প্রবন্ধের কলম ধরেছেন কবি শ্যামাপ্রসাদ ঘোষ যেখানে প্রতিটি পঙক্তির পরতে পরতে উন্মোচিত হয়েছে ভবানীপ্রসাদ মজুমদারের অতাশ্চর্য সৃজন, অবদান এবং ক্যারিশমা। ভবানীপ্রসাদের সুবিশাল সৃজনসম্ভার ও তাঁর রচনা-নৈপুণ্য বিদ্যুৎ হালদার রচনা করেছেন ফিরে পড়বার মতো নির্ভার একটি প্রবন্ধ — "প্রসঙ্গ ছড়া এবং ভবানীপ্রসাদ"। কালজয়ী এই শিশু-সাহিত্যিক সম্পর্কে আরও কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধের জন্য ধন্যবাদার্হ হবেন অমৃতাভ দে, মিঠুন মুখার্জী, গৌতম সমাজদার প্রমুখ কলমকার। "সমাজ ভাবনায় ভবানীপ্রসাদ মুজমদার" শীর্ষক আর একটি বলিষ্ঠ প্রবন্ধ উপহার দিয়েছেন তন্ময় কবিরাজ।


ধীমান ব্রহ্মচারীর লেখা 'দাশনগরের বাড়িতে সেদিন' শীর্ষক ব্যক্তিগত গদ্য তথা নিবন্ধ থেকে জানা যায় ভবানীপ্রসাদের জীবনের অনুল্লেখিত কিছু দিক। বাবলু কাজির "আমার গুরু ভবানীদা" শীর্ষক রচনাটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেবজ্যোতি কর্মকারের স্মৃতিচারণা- "ভবানীপ্রসাদ: একজন মগ্ন শিশু সাহিত্যিক" পাঠক মন স্পর্শ করবে। ধর্মেন্দ্র বিশ্বাসের 'ভবানীদা এবং তাঁর লিমেরিক' রচনাটির ক্ষেত্রেও একই কথা সুপ্রযুক্ত। বস্তুতপক্ষে গঙ্গাজলে গঙ্গাপূজা হলেও ক্রোড়পত্রের প্রায় প্রতিটি লেখা এতোটাই প্রাঞ্জল, সুপাঠ্য এবং নির্ভার যে পড়তে গিয়ে কোথাও কোনও হোঁচট খেতে হয় না। আর সেইখানেই লেখাগুলির সার্থকতা। পত্রিকার শেষে রয়েছে গ্রন্থ সমালোচনা যেখানে প্রেম বিরহের এক অনন্য প্রতিচ্ছবি "তবু প্রেম আছে একবুক" (কবি ধর্মেন্দ্র বিশ্বাস) কাব্যগ্রন্থের নিরপেক্ষ পর্যালোচনা করেছেন পত্রিকা সম্পাদক কবি প্রসেনজিত দাস। বইটির মুদ্রণ পারিপাট্য ও বাঁধাই নৈপুণ্য প্রশংসনীয়। সম্পাদক মহাশয়ের সুসম্পাদনার গুণে সংখ্যাটি আরও আকর্ষণীয় ও সংগ্রহযোগ্য সংখ্যা হয়ে উঠেছে। সার্বিক অর্থেই বহ্নি যে লম্বা রেসের ঘোড়া – একথা বলবার অপেক্ষা রাখে না। 

 ------------------------------

পত্রিকা: 'বহ্নি' 

(দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যা) (২০২৫)

সম্পাদক: প্রসেনজিত দাস

প্রকাশ স্থান: বেতাই, নদিয়া।

মূল্য: ৫০ টাকা

-----------------------------

প্রেরক: গোবিন্দ মোদক।

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. অনেক ধন্যবাদ মতামত তুলে ধরার জন্য।

    ReplyDelete