বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

মুক্তগদ্য ।। চলচ্চিত্রে জীবন, জীবনের চলচ্চিত্র।। মানস কুমার সেনগুপ্ত।

চলচ্চিত্র জীবন, জীবনের চলচ্চিত্র 

মানস কুমার সেনগুপ্ত


'জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। কি পেয়েছি আর কি পাইনি, তার হিসাব করিনি কোনোদিনও। শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি।' আসলে প্রতিটি মানুষ সংসার নামক বৃত্তে জড়িয়ে থেকেও আপাতদৃষ্টিতে একাই। 'জীবন পুরের পথিক রে ভাই, কোনও দেশে সাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না '।জীবন অনেক দুঃখের মাঝেও এক আনন্দময় দীর্ঘ যাত্রা। হেমন্ত বাবুর গানটিতে জীবনের দীর্ঘ যাত্রা পথের এক অন্য সুর ধরা আছে। যা   জীবনের পার্থিব চাওয়া পাওয়ার হিসেবের বাইরে অন্য কিছু। মনোজ বসুর গল্পে পলাতক ছায়াছবির  ধনী পরিবারের ছেলে বসন্ত জীবন পুরের পথিক হয়ে বেরিয়ে পড়েছিল সঠিক সাকিন খুঁজতে। জীবনের বৈষয়িক আকর্ষণ তাকে বেঁধে রাখতে পারেনি। জীবন পথে চলতে কখনও ওই বসন্তের ভাবনার সঙ্গে একাত্ম হয়েছি। রবীন্দ্রনাথের গল্পে, অতিথি ছায়াছবিতে তারাপদ সংসারের বাঁধনকে উপেক্ষা করে বেরিয়ে পড়ে মুক্তির সন্ধানে। কন্ঠে নিয়ে গান- 'এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি ধূলায় ধূলায় ঘাসে ঘাসে' । তারাপদের মুক্ত চিন্তায় অবগাহন করতে চেয়েছি।বনপলাশীর পদাবলী ছবির  মুখ্য চরিত্র উদাস গেয়ে উঠেছিল, ' এমন করে ছিঁড়ল ক্যানে একতারাটার তার, তোর উদাস বাউল নেই তো বাউল আর' । কিন্তু জটিল সংসার যাত্রায় উদাস আর  আর উদাস বাউল হয়ে উঠতে পারেনি। তাই বাস্তবের রুঢ়  দীর্ঘ সংসার যাত্রায় আজও হেঁটে চলেছি। জানিনা, আরও কত দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি। পথের শেষ কোথায়?
 ================= 
মানস কুমার সেনগুপ্ত 
১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম, 
কলকাতা ৭০০০৭৪. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.