বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

গল্প ।। কাশফুলের সৌরভে দুটি বিরহী মন ।। এস এম মঈনুল হক

 কাশফুলের সৌরভে দুটি বিরহী মন 

 

এস এম মঈনুল হক

 


শরতের মৃদু হাওয়ায় কাশফুলের সাদা ঝালর দুলছে। নদীর তীরে বিস্তীর্ণ মাঠ, যেন সাদা চাদরে মোড়া। তার মাঝে একটি পুরনো শিমুল গাছের নিচে বসে আছে জেনিফা ও হ্যারি। তাদের চোখে-মুখে ভালোবাসার উষ্ণতা, কিন্তু হৃদয়ে বিরহের তীব্র যন্ত্রণা।

জেনিফা একটি কাশফুল হাতে নিয়ে তার পাপড়ি ছুঁয়ে বলল, "এই ফুলের মতোই আমাদের ভালোবাসা, হ্যারি। দেখতে সুন্দর, কিন্তু হাওয়ায় উড়ে যায়।" তার কণ্ঠে একটা কাঁপন, চোখের কোণে জমে ওঠা জল।

হ্যারি মাটির দিকে তাকিয়ে ছিল। তার হাতে একটা শুকনো পাতা, যাকে সে বারবার ভাঁজ করছে। "তুমি জানো, জেনিফা, আমি চাইলেও থামতে পারব না। বাবা অসুস্থ, পরিবারের দায়িত্ব আমার কাঁধে। আমাকে শহরে যেতেই হবে।"

জেনিফা মুখ ফিরিয়ে নদীর দিকে তাকাল। জলের স্রোত যেন তার মনের অস্থিরতাকে প্রতিধ্বনিত করছে। "আমি তোমাকে আটকাব না, হ্যারি। কিন্তু তুমি কি আমাকে ভুলে যাবে? শহরের ঝকঝকে জীবনে আমি তো শুধুই গ্রামের একটা মেয়ে।"

হ্যারি হঠাৎ জেনিফার হাত ধরে বলল, "তুমি আমার হৃদয়ের গ্রাম, জেনিফা। তুমি আমার কাশফুল। শহর আমাকে টানতে পারে, কিন্তু আমার মন এই মাঠে, এই নদীর তীরে, তোমার কাছে ফিরে আসবে।"

তারা দুজনেই চুপ। কাশফুলের সাদা ঝালরের মাঝে একটা নিস্তব্ধতা নেমে এল। জেনিফার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। "আমি অপেক্ষা করব, হ্যারি। কিন্তু যদি তুমি না ফিরো? যদি শহরের ব্যস্ততা তোমাকে গ্রাস করে?"

হ্যারি জেনিফার কাছে এগিয়ে এল। তার হাত থেকে কাশফুলটা নিয়ে বলল, "এই ফুলটাকে রেখে দাও। যতদিন এই ফুল থাকবে, আমাদের ভালোবাসাও থাকবে। আমি ফিরব, জেনিফা। প্রতিটি শরতে, এই কাশফুলের মাঠে, আমি তোমার জন্য ফিরব।"

সূর্য পশ্চিমে হেলে পড়েছে। আকাশে লালচে আভা। জেনিফা হ্যারির কাঁধে মাথা রাখল। তারা দুজনে নদীর স্রোত আর কাশফুলের দোলা দেখতে দেখতে হারিয়ে গেল তাদের স্মৃতির গভীরে। বিরহের যন্ত্রণা ছিল, কিন্তু ভালোবাসার প্রতিশ্রুতি তাদের বেঁধে রাখল।

কিছুক্ষণ পর হ্যারি উঠে দাঁড়াল। "কাল আমি চলে যাব, জেনিফা। কিন্তু আমার হৃদয় এখানেই থাকবে।" জেনিফা মৃদু হেসে বলল, "আমি অপেক্ষা করব। এই কাশফুলের মতো, আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকব।"

তারা হাত ধরে নদীর তীর ধরে হাঁটতে লাগল। কাশফুলের সাদা সমুদ্র তাদের প্রেমের সাক্ষী হয়ে রইল। শরতের হাওয়ায় তাদের প্রতিশ্রুতি ভেসে গেল, যেন বলছে—ভালোবাসা বিরহের অতল গহ্বরেও অমর।

==========================

 

ফুলসহরী, রমনা শেখদিঘী, মুর্শিদাবাদ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.