ভোর
শুভশ্রী দাস
ডিসেম্বর এর ভোর গুলো একটু অন্যরকম। পাখি গুলো আলোর অপেক্ষায়। পাড়া গায়ে ভোর রাতে শাঁখের শব্দ শোনা গেল। তাদের গোপাল ঠাকুর নাকি এই সময় ওঠে। তাই ছেলে বুড়ো সবাই উঠে পড়ে। মোহিনী দিদি অবশ্য দেরী করে ওঠে। অনেক রাতে কাজ সেরে ঘুমায় সে। এদিকে গোপাল এর স্নান সেরে প্রাতরাশ এ বসবে। শিশির ভেজা ধান। গাছ ভর্তি নাম না জানা অজানা ফুল। সহজ পাঠ এর শীত বুড়ি র আর দেখা মেলে না। হৈ হৈ করতে করতে ছেলে মেয়ে রা পড়তে যাচ্ছে। আমি চুপ করে দেখি, ফিরবে না আমাদের আগের সেই আগের ডিসেম্বর আর ফিরবে না।
====================
স্থান খড়গপুর
জেলা:পশ্চিম মেদিনীপুর
