Click the image to explore all Offers

কথাকাহিনি ৬৭।। সেপ্টেম্বর ২০২৪ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

 

তিলোত্তমাকে



  সম্পাদকীয়

মন খারাপ। সকলের মন খারাপ। ব্যাক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে সভ্যতা। নৈতিকতার অধঃপতন দেখে আজ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মন খারাপ- তাই আরও বেশি করে 'আয় আরো বেঁধে বেঁধে থাকি'। 

    একদিন হয়ত এই ক্ষত আমরা ভুলে যাব। ভুলিয়ে দেবে প্রতিদিনের কর্মব্যস্ততা, ভুলিয়ে দেবে সময়। কিন্তু ইতিহাস কিছুই  ভোলে না। সে সব মনে রাখে। পাকা চুলের বুড়িমা হয়ত একদিন তার মাটির দাবায় বসে, নাতনির চুলে ফিতে বাঁধতে বাঁধতে গল্প করবে - কেমন করে সে দুঃসময়ে ধনী গরীব, দীন দুঃখি, সাধরণ জনতা থেকে সেলিব্রেটি - সক্কলে কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছিল। দিক থেকে দিগন্তে মানুষের চিৎকারে রাজপথ থর থর করে কেঁপে উঠেছিল। ইতিহাস সব লিখে রাখে। এ লজ্জা মানবতার লজ্জা। কবি শক্তি চট্টোপাধ্যায়ের আহ্বান- 'মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে এসে দাঁড়াও' আজ বড় বেশি প্রাসঙ্গিক।   

    সকলের শুভ বুদ্ধি উদয় হোক। যেন - বিচারের বানী নীরবে নিভৃতে না কাঁদে।

প্রত্যাশায় - কথাকাহিনি পরিবার।   

      

।। সূ চি প ত্র ।।


পত্রসাহিত্য।। ময়ূরাক্ষীর তীরে ।। জয়শ্রী ব্যানার্জি
কিশোর গল্প।। ঘাস ।। সঞ্জয় কুমার নন্দী
নিবন্ধ।। বাঙালি সারস্বত ও চেতনার অগ্রদূত গোলাম মুর্শিদ।। পাভেলআমান
বই রিভিউ।। কাব্যগ্রন্থ: 'বৃষ্টি হয়নি অনেকদিন' কবি: কিশোর বিশ্বাস।। পাঠ-প্রতিক্রিয়া: গোবিন্দ মোদক
গল্প।। শেষ বারের মতন।। প্রতীক মিত্র
মুক্তগদ্য।। উই ওয়ান্ট জাস্টিস।। অশোক দাশ
নিবন্ধ।। স্বাধীনতা-আন্দোলনে তিন বঙ্গললনা।। রমলা মুখার্জী
অণুগল্প।। রূপান্তর।। শংকর ব্রহ্ম
গল্প ।। বিবাহের বন্ধন।। মিঠুন মুখার্জী
ভৌতিক গল্প।। ভূতে মারে ঢিল।। প্রবোধ কুমার মৃধা।
গল্প।। গুরুত্ব।। প্রবীর বারিক
অণুগল্প।। মালেক চাষী।। পাভেল আমান
অণুগল্প।। কাঁটা ।। অঞ্জনা গোড়িয়া( সাউ)
গল্প।। ভ্রমণসঙ্গী বনাম জীবনসঙ্গিনী।। সমীর কুমার দত্ত
ধারাবাহিক গল্প।। প্রেম  সংকল্প।। দীপক কুমার পাল
ধারাবাহিক উপন্যাস।। মাধব ও মালতি (তৃতীয় পর্ব)।। সমীরণ সরকার

=========

 

।।  বিজ্ঞপ্তি ।।

 মাসিক অনলাইন গদ্যসাহিত্য পত্রিকা কথাকাহিনি-র  প্রতি সংখ্যার জন্য আপনার অপ্রকাশিত গদ্যসাহিত্য বিষয়ক প্রবন্ধ, গল্প,  ভ্রমণ, উপন্যাস, শিশু কিশোর সাহিত্য উপযোগী রচনা, কল্পবিজ্ঞান, রম্যরচনা , ভৌতিক রচনা, প্রেম বা প্রকৃতি বিষয়ক  যেকোন লেখা পাঠান 

 ।। নিয়মাবলি।। 

শুদ্ধ বানান ও সঠিক যতি চিহ্ন ব্যবহার করে লেখা পাঠাবেন। মেইলের সাবজেক্ট লাইনে লিখুন লেখার শ্রেণি, শিরোনাম ও লেখকের নাম। মেইল বডিতে টাইপ করে লেখা পাঠাবেন। pdf এ লেখা গ্রহণযোগ্য নয়।   

            শব্দ সংখ্যার কোন বাঁধন নেই; নির্দিষ্ট কোন বিষয় নেই বই বা পত্রিকার রিভিউ (প্রচ্ছদের ছবিসহ) পাঠান শুধুমাত্র যেকোনো ধারাবাহিক/বড় রচনার ক্ষেত্রে word file পাঠানো যাবে ভ্রমণকাহিনির ক্ষেত্রে ভ্রমণের ছবি পাঠানো আবশ্যক একই মেইলে আপনার সংক্ষিপ্ত ঠিকানা, যোগাযোগ নম্বর ও পাসপোর্ট সাইজের এককপি ছবি পাঠান ছবি বা কন্টাক্ট নম্বর অপ্রকাশিত রাখতে চাইলে ওই মেইলে জানিয়ে রাখবেন  

লেখা পাঠানোর ঠিকানা- kathaakaahini@gmail.com     * লেখা পাঠানোর শেষ তারিখ - প্রতি মাসের ২৬ তারিখের মধ্যে।  পত্রিকা প্রকাশ   ইংরাজি মাসের ১ তারিখ।  

প্রয়োজনে যোগাযোগ সম্পাদকীয় দপ্তর - সোনারপুর, কলকাতা-১৫০,

 w.app/cont. -  8335848814

===========

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.