আমার
মতো একজনকে, যার অধুনা পাঠ্যসূচীতে কেবল দ্রুতগতির রহস্য-রোমাঞ্চ কিংবা
হাল্কা হাস্যরসের গল্প, একদম ভিন্নরুচির এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত
ধরে রাখল, এতোটাই এর সাহিত্যরস।
অস্বীকার করব না শুরুর দিকটা একটু বর্ণনাত্মক লাগছিল, কিন্তু লেখক যতো
এগিয়েছেন, ততো সাবলীল লেগেছে, লেখার মধ্যে সম্পূর্ণ ডুবে গেছেন। তাঁর
সংবেদনশীল, অনুভূতিসম্পন্ন মনের পরিচয় ছত্রে ছত্রে পাবেন পাঠক। নারীমনের
গহনের খবর পাওয়া, চারটি ভিন্ন ভিন্ন নারীমনের -- আবেগ, ভালোবাসা, প্রেম,
অস্ফুট আকর্ষণ, সবার ওপরে এক ওতপ্রোত কারুণ্যরস -- লেখাটির প্রধান আকর্ষণ।
সব লেখায় কিছুটা আত্মজৈবনিক, হয়তো লেখক উজানী, পলাশী, মধুজার মধ্যে একটু
একটু মিশে আছেন। সবার উপরে, একজন ভালোমানুষের লেখা একটি হৃদয়ছোঁয়া গল্প
পড়তে পেলাম।