Click the image to explore all Offers

পাঠকের কলমে ।। কথাকাহিনি ৪০,জ্যৈষ্ঠ ১৪২৯ June 2022, ৫



ছবিঋণ- ইন্টারনেট


।। পাঠকের মতামত ।।  
 
অণুগল্প 'বটু' ভালো লাগলো, সঠিক জায়গায় শেষ হলো 👍
অণুগল্প 'বটু' ভালো লাগলো, সঠিক জায়গায় শেষ হলো 👍
পুরানো স্মৃতি গুলো আরো একবার চোখের সামনে ভেসে উঠল অভিজিৎ দা।।
এছাড়াও আমার ফেসবুকের বন্ধুরা আমার করা ভিডিওগুলি দেখেছেন। তারা এই বর্ণনাও পড়েছেন। তাই বিষয়গুলি যথার্থ এবং সত্য এটা তাঁরাও জানেন
আমার বর্ণনায় কোন ভুল নেই। আমার এক বন্ধু সাত দিন পর ভিউ ১ এ গিয়েছিলেন। তাঁরা বরফের চিহ্নমাত্র দেখতে পাননি। তাই প্রকৃতির সবার কাছে সমান ভাবে ধরা দেয় না। এটা ভাগ্যের বিষয়।
In Response to a comment by Falguni Dey
Summit day the apnar Lekhay tother onek osongoti royeche. Ami apnar 2din por V1 summit korechhi. Samiti lake was crystal clear. Samiti lake theke Kanchenjunga Dekha Jayna. Aaral hoye Jai.
ধন্যবাদ জানাচ্ছি পত্রিকার পরিচালককে শুভেচ্ছা সকল বন্ধুদের
সত্যিই পড়ে খুব ভালো লাগলো। পুরানো কথা মনে পড়ে গেল।
খুব মূল‍্যবান একটি লেখা পড়লাম। লেখক খুব সুন্দরভাবে ছোটগল্পের ইতিহাস তুলে ধরেছেন। তবে বর্তমান সময়ের গল্পকাদের তালিকায় আনসারউদ্দিন নামটি থাকা উচিত ছিল।
মনে মোচড় দেওয়া লেখা।
অনেক ধন্যবাদ কথা কাহিনিকে। পত্রিকার শ্রীবৃদ্ধি হোক ।
অনেক ধন্যবাদ কথা কাহিনিকে। পত্রিকার শ্রীবৃদ্ধি হোক ।
সূচীপত্র দেখে জানান দিচ্ছে অনবদ্য সংখ্যা হয়েছে। পত্রিকা গোষ্ঠীর সকল সদস্যবৃন্দের প্রতিরইলো আন্তরিক শুভেচ্ছা।
পত্রিকা পরিবারের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি
খুব ভালো লাগলো ভাইজান।
ধন্যবাদ 🌹 -- রীতা রায়
সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন 🌹 _ রীতা রায়।


কথা কাহিনি ই- ম্যাগাজিন পত্রিকার নির্বাচকমণ্ডলীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ��
������������������������������������
প্রথম প্রেমে এমন কত কথা না বলা থেকে যায়! সার্থক নামকরণ আর সুন্দর নিটোল এক খানা গল্প।
সুন্দর একটা সংখ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ


আমার গল্পটা প্রকাশের জন্য সম্পাদক দাদার কৃতজ্ঞতা।
প্রতিবাদী লেখা সন্দেহ নেই, এগিয়ে চলো ❤️🌹
নিপুণ আর প্রাজ্ঞ কলমের মুন্সিয়ানায় দেখতে পেলাম এক সমর্পনের দৃশ্যকল্প। অনবদ্য বিন্যাস ও কাহিনীর যথাযথ পটভূমি নির্মাণ। ভালোবাসা সতত ও সুন্দর- এর থেকে প্রাসঙ্গিক এবং সত্য আর কিছু হতে পারে না। ভীষণ ভীষণ ভালো লাগল। সৃজনে থাকো।
অসাধারণ হয়েছে লেখাটা, এইভাবে লিখতে থাকুন, আমরা আপনার পাশে আছি
এবারের বেশির ভাগ গল্প নতুন ভাবনার আগুন ধরিয়ে দেয়। খুব সুন্দর লাগলো ।
সব অণুগল্পগুলো পড়লাম। অত্যন্ত সমৃদ্ধ আর সুন্দর সব গল্প। লেখক ও সম্পাদকমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই।🙏
সব অণুগল্পগুলো পড়লাম। অত্যন্ত সমৃদ্ধ আর সুন্দর সব গল্প। লেখক ও সম্পাদকমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই।🙏
ভালো লাগল।বেশ জমে গেছে লেখা। এখন অপেক্ষা।
সম্পাদক মহাশয়ের সাধু উদ্যোগ কে স্বাগত জানাই। সবাইকে ধরে এনে লেখার মানসিকতা তৈরি করার জন্য।
কথা কাহিনীর এমাসের উপহার সবার মন কাড়বে সন্দেহ নেই। সকল কবি সাহিত্যিক বৃন্দ কে হার্দিক শুভেচ্ছা। আরও ভালো গল্প যাতে আমরা পেতে পারি।
সব গল্প টা এক নিশ্বাসে পড়লাম ও মেয়ে কে পড়ে শোনালাম। আমাদের খুব ভালো লেগেছে এই গল্প টা। সুন্দর একটা নীতি কথাও শিক্ষা হলো।
অপূর্ব লেখনী। ধন্যবাদ।
আমার মতো একজনকে, যার অধুনা পাঠ্যসূচীতে কেবল দ্রুতগতির রহস্য-রোমাঞ্চ কিংবা হাল্কা হাস্যরসের গল্প, একদম ভিন্নরুচির এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখল, এতোটাই এর সাহিত্যরস। অস্বীকার করব না শুরুর দিকটা একটু বর্ণনাত্মক লাগছিল, কিন্তু লেখক যতো এগিয়েছেন, ততো সাবলীল লেগেছে, লেখার মধ্যে সম্পূর্ণ ডুবে গেছেন। তাঁর সংবেদনশীল, অনুভূতিসম্পন্ন মনের পরিচয় ছত্রে ছত্রে পাবেন পাঠক। নারীমনের গহনের খবর পাওয়া, চারটি ভিন্ন ভিন্ন নারীমনের -- আবেগ, ভালোবাসা, প্রেম, অস্ফুট আকর্ষণ, সবার ওপরে এক ওতপ্রোত কারুণ্যরস -- লেখাটির প্রধান আকর্ষণ। সব লেখায় কিছুটা আত্মজৈবনিক, হয়তো লেখক উজানী, পলাশী, মধুজার মধ্যে একটু একটু মিশে আছেন। সবার উপরে, একজন ভালোমানুষের লেখা একটি হৃদয়ছোঁয়া গল্প পড়তে পেলাম।
কথা কাহিনীর সকল কর্ম কূশলীবৃন্দকে হার্দিক শুভেচ্ছা। অসাধারণ একটি সংখ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
গল্পটি বাস্তব চিত্র তুলে ধরেছে। ভাল লাগল। ধন্যবাদ।
শেষের পংক্তিটা হৃদয়ের গভীরে গাঁথাই থাক! অনবদ্য লিখেছিস ভাই, তোর লেখনী উত্তরোত্তর ঋদ্ধ হোক!🌷💝👏👏👏
প্রথমটা ন্যারেটিভ মনে হল। শেষটা অনবদ্য। ধন্যবাদ।
যদি প্রথম জন জন্মান্ধ হন তবে গল্পটি অর্থহীন হয়ে যাবে।
কল্পনা ভাল তাই বলে কি তা বাস্তবতার ভিতটুকুও মানবে না!


কথা কাহিনীর সম্পাদকমণ্ডলীর প্রতি আমি কৃতজ্ঞ। গল্পের সার্থকতা পাঠকের পাঠেই।
খুব ভালো গল্প পত্রিকা। সবাই পড়ুন।
কথা কাহিনীর সকল কর্ম কূশলীবৃন্দকে হার্দিক শুভেচ্ছা। এই সংখ্যা তে আমার গল্প রাখার জন্য। সকল বন্ধুদের পড়ে দেখার জন্য অনুরোধ রইলো।
আন্তরিক ধন্যবাদ 🙏 "কথাকাহিনী"
অভিনব ভাবনায় সমৃদ্ধ গল্পটি পড়ে খুব ভাল লাগল৷ অসাধারণ লেখা৷
সুন্দর সংখ্যা হয়েছে। অভিনন্দন জানাই।
ঈশ্বরের দান খুব ভালো লাগল। ছোট বড় অণুগল্পটি অসাধারণ।
কথাকাহিনি এগিয়ে চলুক দৃপ্ত ও দৃঢ় প্রত্যয়ে। শুভেচ্ছা নিরন্তর।
এগিয়ে চলুক জীবনের ছন্দে এই কামনা করি ।
ভালো সংখ্যা । সব লেখককে অভিনন্দন । আর কথা কাহিনী কে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। গল্প পত্রিকা এগিয়ে চলুক ।
ভালো সংখ্যা । সব লেখককে অভিনন্দন । আর কথা কাহিনী কে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। গল্প পত্রিকা এগিয়ে চলুক ।
ভালো সংখ্যা । সব লেখককে অভিনন্দন । আর কথা কাহিনী কে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। গল্প পত্রিকা এগিয়ে চলুক ।
অভিনন্দন
আন্তরিক ধন্যবাদ 🙏 জানাই। অপূর্ব সংখ্যা হয়েছে। অভিনন্দন অনেক।
খুব নিখুঁত সুন্দরভাবে আমার লেখা "শেষ ইচ্ছা" ছোট গল্পটি প্রকাশিত হয়েছে। কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।সহৃদয় পাঠক মন্ডলীকে গল্পটি প'ড়ে মতামত দেওয়ার অনুরোধ রইলো।তবেই আমি এগিয়ে যাওয়ার রসদ পাবো ।


বিলাল হোসেন সাহেব কে ধন্যবাদ। অসাধারণ আলোচনা করে ছেন। সমৃদ্ধ হলাম। অনেকেই উপকৃত হবে আশা করি।একদম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে দিয়েছেন।খ বশি হলাম।
নিরাশা হরণ বাবুকে হার্দিক শুভেচ্ছা কথা কাহিনী বিভাগ চালু করার জন্য। গদ্য নিয়ে বিস্তর আলোচনা করবেন বিশিষ্ট জনেরা। এই আশা করি।
বিলাল হোসেন সাহেব কে ধন্যবাদ। অসাধারণ আলোচনা করে ছেন। সমৃদ্ধ হলাম। অনেকেই উপকৃত হবে আশা করি।একদম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে দিয়েছেন।খ বশি হলাম।
নিরাশা হরণ বাবুকে হার্দিক শুভেচ্ছা কথা কাহিনী বিভাগ চালু করার জন্য। গদ্য নিয়ে বিস্তর আলোচনা করবেন বিশিষ্ট জনেরা। এই আশা করি।
বিলাল হোসেন সাহেব কে ধন্যবাদ। অসাধারণ আলোচনা করে ছেন। সমৃদ্ধ হলাম। অনেকেই উপকৃত হবে আশা করি।একদম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে দিয়েছেন।খ বশি হলাম।
নিরাশা হরণ বাবুকে হার্দিক শুভেচ্ছা কথা কাহিনী বিভাগ চালু করার জন্য। গদ্য নিয়ে বিস্তর আলোচনা করবেন বিশিষ্ট জনেরা। এই আশা করি।
এরকম অনেক একাকী লড়াই এর গল্প মিশে আছে আমাদের আশেপাশে।।।পরবর্তী সিরিজ গুলোর জন্য অপেক্ষায় আছি......আশা করছি আগামী গল্পগুলোও এভাবেই মন ছুঁয়ে যাবে আমাদের মত পাঠকদের।।।।।।
খুব সুন্দর একটা গল্প।
---------------------------------------



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.