
কথাকাহিনি ৭৪ ।। এপ্রিল ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র
এপ্রিল ০১, ২০২৫
সূচিপত্র
===========================================================
নবপ্রভাত পরিবারের অত্যন্ত আপনজন ‘কথাকাহিনি’ ই-গল্পম্যাগের সম্পাদক শ্রীযুক্ত বিশ্বনাথ প্রামানিকের পিতা আমাদের পরম শ্রদ্ধেয় অভিভাবক শুকদেব প্রামানিক মহাশয় গত ২৬শে নভেম্বর ২০২১ সন্ধ্যায় লোকান্তরে গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। দীর্ঘ তিন দশকের বেশি তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। তাঁর প্রয়াণে আমরা সকলেই শোকস্তব্ধ। নবপ্রভাত, কথাকাহিনি ও কিশলয় পত্রিকা পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর আত্মার চির শান্তি কামনা করি এবং তাঁর নিকট আত্মীয়দের উদ্দেশে গভীর সমবেদনা জানাই।
================